



২৭০ রানে অল আউট পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ২৭১ রান তাড়া করতে নেমে খোয়াল ২ উইকেট
সাশ্রয় নিউজ ★ চেন্নাই : ২৭০ রানে অল আউট পাকিস্তান। ক্যাপ্টেন বাবর আজম ও সাকিল ছাড়া কেউ ৫০ রানের গণ্ডি পেরতে পারেননি। বাবর আজম ৫০, সাকিল ৫৩ রান করেন। উদ খান ৪৩, মহম্মদ রিজওয়ান ৩১ রানের ইনিংস খেলেন। সামসি, জনসেনদের বলের সামনে বড় স্কোর দাঁড় করাতে পারলেন না বাবরের পাকিস্তান দল। এদিন চেন্নাই ম্যাচে ৪ উইকেট পেয়েছেন সামসি। ৩ উইকেট নেন এম জনসেন। জি কোয়েটজ ২ উইকেট ও ১ উইকেট নেন নাগিডি। ২৭১ রান তাড়া করতে গিয়ে শুরুতেই ওপেনিং জুটির পতন ঘটে। টি ব্যাভুমা আউট হন ২৮ রানে। ডি ক’ক ১৪ বলে ২৬ রান করে সাহিন আফ্রিদির বলে ক্যাচ আউট হন। ক্রিজে আছেন, ড্যুসান ও মারক্রাম। ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০২ /২। খেলা চলছে।
