



ইংল্যান্ডের বোলিং আক্রমণ, ভারতের পাঁচ উইকেট পতন
সাশ্রয় নিউজ ★ লখনউ : লখনউ ম্যাচে ব্যাট করতে নেমে শুভমন, কোহলিরা হতাশ করল সমর্থকদের। শূন্য রানে ক্যাচ আউট হন কোহলি। ওইলির বলে বোল্ড হন শুভমন। শ্রেয়স আইয়ারকে ফেরান ক্রিস ওকস। ৮৭ রান করে দলের রান এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলেন রোহিত। তিনি রশিদের বলে ক্যাচ দেন লিভিংস্টোনকে। কে এল রাহুল ৩৯ রানের ইনিংস খেলেন। ভারতের স্কোর ১৭২/৫। ৩৮.৪ ওভার। খেলা চলছে।
