



ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : বেঙ্গালুরুতে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা। মেণ্ডিসের দলের কাছে নাকানিচোবানি অবস্থা হল জস বাটলারের ইংল্যান্ড। গত বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ২০২৪-এর বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে প্রতিনিয়ত। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ম্যাচে শ্রীলঙ্কার কাছেও বড় ব্যবধানে হার। প্রথমে ব্যাট করে ৩৩.২ ওভারে ১৫৬ রানে অল আউট হয়ে যায় জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে জয় নিশ্চিত করতে বেগ পেতে হয়নি মেণ্ডিসদের। মাত্র ২৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬০ রান করে। ৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কা। এই ম্যাচটি দু’টি দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আজকের ম্যাচে হারের ফলে সেমিফাইনালে দৌড়ে অনিশ্চিত হয়ে গেলেন বাটলাররা।
ছবি : সংগৃহীত
