Sasraya News

Monday, March 17, 2025

ICC MEN’S ODI WORLD CUP 2023 AUS vs AFG Match : আজ ওয়াংখেড়েতে অজিদের সঙ্গে আফগানিস্তানের ইতিহাস গড়ার লড়াই

Listen

আজ ওয়াংখেড়েতে অজিদের সঙ্গে আফগানিস্তানের ইতিহাস গড়ার লড়াই 

ICC MEN’S ODI WORLD CUP 2023 AUS vs AFG  Match, Icc world cup 2023, World Cup cricket, Men’s ODI WC, WC 2023, World Cup, Australia vs Afghanistan Match, Wankhede : সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ওয়াংখেড়েতে আজ জয়ের লক্ষ্যে নামবে দুই দলই। রশিদ খানদের সামনে ইতিহাসের হাতছানি। অন্যদিকে আজকের ম্যাচ জিতলতেই সেমিফাইনালে নিজেদের জায়গা পোক্ত করে নেবে অজিরা। দুই দলের কাছেই এই ময়াচ মরন-বাঁচন ম্যাচ। অজিরা আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা প্রায় পাকা করে নেয়। এদিন আফগানিস্তান যদি জেতে তবে সেমিফাইনালে উঠে তাঁরা আফগান ইতিহাসে ইতিহাস গড়বে।

ছবি ঋণ : আইসিসি /এক্স 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment