Sasraya News

Tuesday, March 18, 2025

ICC Men’s ODI World Cup 2023 : শ্রীলঙ্কার পরাজয় পাকিস্তানের কাছে, ম্যাচের নায়ক রিজওয়ান

Listen

শ্রীলঙ্কার পরাজয় পাকিস্তানের কাছে, ম্যাচের নায়ক রিজওয়ান 

সাশ্রয় নিউজ ★ হায়দরাবাদ : মঙ্গলবার শ্রীলঙ্কা ও পাকিস্তান ম্যাচটি দর্শনীয় হয়ে থাকবে ২০২৩ বিশ্বকাপে। শ্রীলঙ্কার ৩৪৪ রানকে তাড়া করা খুব সহজ ছিল না। তবু উইকেটে দাঁড়িয়ে থেকে রান চেজ করে গেল বাবর আজমের দল। পুরো ম্যাচ একটি দৃষ্টিনন্দন লড়াই দেওয়ার পরেও শেষের দিকে শ্রীলঙ্কান দলকে কী হাল ছেড়ে দেওয়ার মতন মনে হল। পাথিরানা ৯ ওভার বল করে ৯০ রান দিয়েছেন। কিন্তু সফিকের  উইকেটটি পেছেন। যে মধুষঙ্কা আজ বাবর আজম ও ইমামকে প্যাভিলিয়নের পথ দেখান, তাঁকেই তাঁর শেষ ওভারে কেমন হাল ছাড়া ভাব মনে হল। তবে একটি ক্রিকেটীয় লড়াই যে ছিল না তা নয়। গোটা ম্যাচ জুড়েই ক্রিকেটের তৃপ্তি দর্শকরা পেয়েছেন। পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ১২১ বলে খেলে ২৩১ রান করলেন। তার ভেতর তিনটি ওভার বাউন্ডারি ও আটটি বাউন্ডারি। এই ছেলেটির ভেতর সৌহার্দ্যবোধও লক্ষ্য করলেন দর্শকরা। ওয়ান ডে প্রথম ১৩১ রান তার ওপর বিশ্বকাপের মতন আসরের ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষের বিরুদ্ধে এই রান তাঁর। আবেগের মাঝে প্রতিপক্ষের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করতে ভোলেননি ছেলেটি। আজকের আরও একজন দর্শকদের মুগ্ধ করেন, তিনি সফিক। ১১৩ রানে হেমান্তর হাতে পাথিরানার বলে আউট হন। তাঁর ব্যাটিংয়ে ছিল তিনটি ওভার বাউন্ডারি ও দশটি ওভার বাউন্ডারি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দীর্ঘক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি। মাত্র ১৫ বল খেলে ১০ রান যোগ করেন স্কোর বোর্ডে। কিন্তু ম্যাচের শুরুতে রাজীব গান্ধী জাতীয় স্টেডিয়ামে রানের পাহাড় তুলে ছিলেন শ্রীলঙ্কান ব্যাটাররা। পুরো ৫০ ওভার খেলে ৩৪৪ রানের একটা স্কোর দাঁড় করানো খুব সহজ ছিল না। সামারাউইকরামার ১০৮, মেন্ডিসের ৭৭ বলে ১২২ ও নিষাঙ্কার ৫১ রান শ্রীলঙ্কান টিমের অনবদ্য সংযোজন। শ্রীলঙ্কা ৬ উইকেটে পরাজিত হলেও আজকের এই বিশ্বকাপ ২০২৩ হায়দরাবাদ ম্যাচে কিন্তু মনে রাখবেন ক্রিকেট বিশ্ব।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment