Sasraya News

Monday, March 17, 2025

Icc Men’s ODI World Cup 2023 : শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড

Listen

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার পথ বানিয়ে রাখল নিউজিল্যান্ড

সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : বেঙ্গালুরু ম্যাচে পাঁচ উইকেটে ম্যাচ জিতল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে শ্রীলঙ্কা ১৭১ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে নিউজিল্যান্ড নিজেদের পকেটস্থ করে ম্যাচ।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর আবহাওয়া দফতর সূত্রে খবর অনুযায়ী বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে বৃষ্টি না হলেও আশঙ্কার মেঘ ছিল সকলের মনেই।

বেঙ্গালুরুতে প্রথমে ব্যাট করে বড রানের স্কোর করতে ব্যর্থ হয় কুশল মেন্ডিসরা। অধিনায়ক কুশল মেন্ডিস এদিন ৫১ রান করে আউট হন। অপরাজিত ৩৮ রান করেন মহেশ তিথসানা। ম্যাচের রাশ প্রথম থেকেই নিচেদের দখলে রাখে টেন্ট বোল্টরা। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যাণ্ড। এই জয়ের ফলে তাঁরা সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নিল।

অন্যদিকে শনিবার ইডেনে ইংল্যান্ড খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ওই ম্যাচে পাকিস্তানকে যদি ইংল্যান্ড হারিয়ে দেয়, তাহলে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেবেন। লিগ পর্যায়ে খেলেই বাবর আজমদের ফিরতে হবে দেশে, এমননি অবস্থা পয়েন্ট টেবিলের।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment