



রুদ্ধশ্বাস জয় প্রোটিয়াদের
সাশ্রয় নিউজ ★ চেন্নাই : রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল প্রোটিয়ারা। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল পাকিস্তান। জিততে চার রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। ১ উইকেট দরকার পাকিস্তানের। খেলার ২.৪ ওভারে কেশব কেশব মহারাজ বাউন্ডারি মেরে দলকে জেতালেন।
এক উইকেটে ম্যাচ জিতল টেম্বা ব্যাভুমার দল। পাকিস্তানের ২৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা বিশেষ সুবিধা করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার কাছে এই ম্যাচ যতটা শজ হিসেবে আসবে মনে করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ, তেমনটি হল না। অ্যাডন ম্যাকরম ছাড়া বড় রানের স্কোর করতে পারলেন না কেউ-ই। ম্যাকরাম ৯৩ বলে ৯১ রান করে শাহীন শা আফ্রিদির বলে ক্যাচ আউট হন মহম্মদ ওয়াসিমের হাতে। টেম্বা ব্যাভুমা ক্যুইনটন ডি ক’ক রাস ভিন্ডার ডুসেনরা এদিন বড় রানের স্কোর করতে পারেননি। মাত্র ২৮ রানে ফেরেন ব্যাভুমা, ডি ক’কের ব্যাট থেকে আসে ২৪, ডেভিড মিলার ২৯ রানের ইনিংস খেলেন।
পাকিস্তানের শাহীন আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম তিনটি করে উইকেট পেয়েছেন। দুই উইকেট পান হ্যারিস রউফ। একটি করে উইকেট পান ইফতিকার আহমেদ ও উসামা মীর।
চেন্নাই ম্যাচ হারের ফলে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় থেকে পিছিয়ে গেল পাকিস্তান। শীর্ষে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা তাঁরা ৬ টি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচে জেতে। ভারত ৫টি ম্যাচ খেলে জয়ী হয় খেলে ৫ টিতেই। পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে পাকিস্তান। তাঁরা ছয়টি ম্যাচ খেলে ৪ টি ম্যাচেই হেরে গিয়েছে। জিতেছে ২ টি ম্যাচে। আজকের ম্যাচের পরে ভারত ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০। পাকিস্তানের পয়েন্ট ৪।
ছবি : সংগৃহীত
