



ধর্মশালায় ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে পরাজিত বাংলাদেশ
সাশ্রয় নিউজ ★ ধর্মশালা : হিমাচল প্রদেশের ধর্মশালায় ১৩৭ রানে পরাজিত হল বাংলাদেশ। এই নিয়ে দু’টি দল বিশ্বকাপে ৫ বার মুখোমুখি। ইংল্যান্ড ৩ বার ও বাংলাদেশ ২ বার জয়ী হয়। আজ প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫০ ওভারে ৩৬৪ রান করে ৭ উইকেট হারিয়ে। জবাবে বাংলাদেশ ৪৮.২ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ২২৭ রান করে। লিটন দাস ৬৬ বল খেলে সর্বোচ্চ ৭৬ রান করেন। তার ভেতর ২ টি ওভার বাউন্ডারি ও ৭ টি বাউন্ডারি রয়েছে। রহিম করেন ৫১ রান। হৃদয় ৩৯ রান। এই তিন জনের বাইরে বাংলাদেশের আর কেউ বড় রানের ব্যক্তিগত স্কোর করতে পারেননি। ইংল্যান্ডের টপ্লে ১০ ওভার বল করে একটি মেডেন ওভার সহ ৪ উইকেট তুলে পান।
ছবি : সংগৃহীত
