



চেন্নাইয়ে শুরু নিউজিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচ
সাশ্রয় নিউজ ★ চেন্নাই : বেশ ছন্দে আছে কিউয়িরা। শক্তপোক্ত বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বিশ্বকাপে লড়াই করছেন ডেভন কনওয়ে ও রচীন রবীন্দ্ররা। রশিদ খানরা বিশ্বকাপে বুধবার খেলতে নেমেছেন কিউয়িদের বিরুদ্ধে। এম এ চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেন আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লা। মাত্র ২০ রান করে এলবিডব্লিউ হন কনওয়ে। ৪৯ রানে ক্রিজে আছেন ইয়্যুং ও ২২ রানে রবীন্দ্র। খেলা চলছে। নিউজিল্যান্ডের স্কোর ৯২/২। ১৭ ওভার।
