Sasraya News

Sunday, March 16, 2025

Icc Men’s ODI Cricket World Cup 2023, Semifinal : সেমিফাইনালের আগে নিউজিল্যান্ডের অধিনায়কের মুখে ভারতের প্রশংসা

Listen

সেমিফাইনালের আগে নিউজিল্যান্ডের অধিনায়কের মুখে ভারতের প্রশংসা

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : সেমিফাইনালের আগে ভারতের দলের প্রশংসা করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ডেভন কনওয়ে। কিউয়ি ক্যাপ্টেন বলেন, “ভারত দুর্দান্ত ক্রিকেট খেলছে। শক্তিশালী দল ভারতের। তবে আমরাও সব রকম চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য তৈরি। আয়োজক দেশের বিরুদ্ধে সেমিফাইনাল খেলার একটা আলাদা বিশেষত রয়েছে। তেমনই বাধাও থাকবে। তবে আমরা সবরকম লড়াইয়ের জন্য তৈরি।” বুধবার ওয়াংখেড়েতে সেমিফাইনাল খেলবে ভারত ও নিউজিল্যান্ড। ‘১৯-এর বিশ্বকাপ সেমিফাইনালের প্রসঙ্গ তুলে অনেকেই বিস্ময় প্রকাশ করতেও ছাড়ছেন না। তবে ২০১৯-এর বিশ্বকাপ দল ও ২০২৩ -এর বিশ্বকাপ দলের পার্থক্যও বুঝিয়ে দিয়েছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞও। তাঁদের কথায়, ‘২০২৩ -এ রোহিতের বিশ্বকাপ দল অনেক শক্তিশালী। এই দল, যে-কোনও ম্যাচ জিততে পারে। সেমিফাইনালে কোহলিরা দারুণ ক্রিকেট খেলবে।’ অন্যদিকে নিউজিল্যান্ড দলের তরুণ ক্রিকেটার রাচিন রাবীন্দ্রার প্রশংসা শোনা যায় ডেভন কনওয়ের কাছে। কনওয়ে তাঁর দলের রাচীন সম্পর্কে বলেন, “আমরা গোটা গ্রুপ পর্বে ভালো ক্রিকেট খেলেছি়। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি আমরা। এই লড়াইয়ের মধ্য দিয়ে প্রত্যেকটা মুহূর্ত উপভোগও করেছি।”

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment