Sasraya News

Monday, March 17, 2025

Icc Men’s ODI Cricket World Cup 2023, NZ vs PAK Match : ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে নিউজিল্যান্ড পরাজিত পাকিস্তানের কাছে

Listen

ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে নিউজিল্যান্ড পরাজিত পাকিস্তানের কাছে

Icc cricket world cup 2023 india, Bengaluru, M chinnaswami Stadium, PAK vs NZ Match, Pakistan vs New Zealand match, Icc Cricket World Cup 2023 : সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : বেঙ্গালুরু ম্যাচে বাবরদের কাছে পরাজিত হল কিউয়িরা। টসে জিতে ব্যাট নেন পাকিস্তান বাবর আজম। কিন্তু ইনিংসের শুরু ভাল হয়নি পাকিস্তানের। কিউয়ি ব্যাটারদের ঝোড়ো ব্যাটিং দুমড়ে মুচড়ে দেয় পাকিস্তানের বোলারদের।

কিউয়িরা ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৪০১ রান করে। রাচীন রবীন্দ্রা ১০৮ রান করেন, ৯৫ রানে আউট হন কেন উইলিয়ামসন। গ্রেন ফিলিপ্স ২৪ বলে ৪১ রান করেন। ওপেনার কনওয়ে ব্যক্তিগত ৩৫ রানে আউট হন। তারপরেই রাচীন রবীন্দ্রা ও অধিনায়ক কেন উইলিয়ামসন জুটি কিউয়িদের বড় স্কোরের দিকে নিয়ে যান। এটি এই বিশ্বকাপে রাচীনের তৃতীয় সেঞ্চুরি। উল্লেখ্য যে, ৪০২ রানের লক্ষ্য নিয়ে পাকিস্তানের ইনিংস শুরু হতেই বৃষ্টি শুরু হয়। ওভার কমিয়ে ফের শুরু হয় খেলা। ৪ রানে ফিরে যান সফিক। ৬৩ বলে সেঞ্চুরি করেন পাকিস্তানের ব্যাটার ফকর। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করলেন পাকিস্তানি ব্যাটার। অধিনায়ক বাবর আজম ৬৬ ও ফকর জামান ১২৬ রানে অপরাজিত তখন ফের বৃষ্টি নামে চিন্নাস্বামী স্টেডিয়ামে। ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে নিউজিল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপে টিকে থাকল পাকিস্তান দল। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই জয়ের ফলে ৮ পয়েন্ট হল পাকিস্তানের। নিউজিল্যান্ডেরও আট পয়েন্ট। তবে নিউজিল্যান্ড নিট রান রেটে কিছুটা  এগিয়ে থাকল।

ছবি ঋণ : ICC 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment