



টসে জিতে সাউথ আফ্রিকাকে ব্যাট করতে পাঠাল নিউজিল্যান্ড
ICC Men’s ODI Cricket World Cup 2023 India, NZ vs SA Match , Cricket World Cup 2023, CWC 2023 : সাশ্রয় নিউজ ★পুণে : এই বিশ্বকাপের ৩২ তম ম্যাচ আজ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েশন স্টেডিয়াম পুণেতে। টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠাল। প্রোটিয়া অধিনায়ক তেম্ভা ব্যাভুমা ও কুইন্টন ডি কক ব্যাট করতে নামেন।
এই দুই দলই বিশ্বকাপে ছন্দবদ্ধ ক্রিকেট খেলছে। বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে ভারতের পরের স্থানে আছে প্রোটিয়ারা। কিউয়িদের ৮ পয়েন্ট। পয়েন্ট তালিকায় ভারত এখন শীর্ষে। এই ম্যাচ জিতে সেই জায়গা নিতে চাইবেন দক্ষিণ আফ্রিকার। নিউজিল্যান্ডও দুই পয়েন্ট নিজেদের ঝুলিতে পুরে বিশ্বকাপে তাঁদের ব্যাট বলের লড়াই জারি রাখতে চাইবে। খেলার শেষে বোঝা যাবে বুধবারের শেষ হাসি কে হাতে পুণে ম্যাচে।
ছবি : সংগৃহীত
