



টস জিতল ভারত, ইডেনে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত রোহিতের
Icc cricket world cup 2023 india, Bengaluru, Eden Gardens, SA vs INDIA Match, INDIA vs SOUTH AFRICA match, Icc Cricket World Cup 2023, World Cup 2023, Eden Gardens Match, Kolkata Match, Icc Men’s ODI Cricket World Cup 2023 India, India vs South Africa Match : সাশ্রয় নিউজ ★ কলকাতা : ইডেনে টস জিতল ভারত। ব্লু’জ ক্যাপ্টেন রোহিত শর্মা টসে জিতে মুহূর্ত সময় নেননি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে। বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে ভারত। সাতটি ম্যাচেই সাফল্য পেয়েছে রোহিত-কোহলিরা। আজ বিশ্বকাপে ভারতের অষ্টম ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। দু’টি দলই সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। এদিন ব্লু’জদের সামনে ৮-এ ৮ করার লক্ষ্য। ব্লু’জদের প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি-এর আজকে ৩৫ তম জন্মদিন। পুরো দল অন্য মেজাতে। ফুরফুরে। তেমনি মরিয়া ইডেন ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২ পয়েন্ট অর্জনের পাশাপাশি পয়েন্ট তালিকায় লিগ পর্যায়ে পয়েন্ট তালিকায় শীর্ষের অবস্থান আরও মজবুত করা। ম্যাচের শেষেই দেখা যাবে সেই অবস্থানটি কী হয়!
-ফাইল চিত্র
