



কোহলির সেঞ্চুরি নিয়ে এ-কী বললেন কুশল মেন্ডিস!
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : সারা দুনিয়ার ক্রিকেট প্রেমীদের শুভেচ্ছায় ভাসছেন বিরাট কোহলি। রবিবার ইডেনে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৪৯ তম শতরান করেন। ওই শতরানের ফলে বিরাট ছুঁয়ে ফেলেন বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার শচীন তেন্ডুলকারের ৪৯ তম শতরান। তারপরই বিশ্বক্রিকেটের তাবড়-তাবড় ক্রিকেটার শুভেচ্ছায় ভাসিয়ে দেন ভারতের প্রাক্তন অধিনায়ককে। শুভেচ্ছা জানান শচীনও। গতকাল, একজন সাংবাদিক শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসকে বিরাট কোহলির ৪৯ তম শতরান সম্পর্কে বলেন, ‘একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। আপনি কী তাঁকে শুভেচ্ছা জানাবেন?’ ওই সাংবাদিকের দিকে অবাক-বিস্ময়ে তাকিয়ে থেকে শ্রীলঙ্কার অধিনায়ক বিরক্তিভরা কণ্ঠে বলেন, ‘আমি কেন শুভেচ্ছা জানাতে যাব?’ কুশলের এহেন উক্তি ঝড় তুলেছে ভারতীয় ক্রিকেট মহলে। সামাজিক মাধ্যমে অনকেই বলেছেন, অন্য দশের ক্রিকেটারের প্রতি সৌজন্যবোধ থাকা উচিৎ। উনি সেটুকুও শেখেননি।
-ফাইল চিত্র
