Sasraya News

Monday, March 17, 2025

Icc Men’s ODI Cricket World Cup 2023, Aus vs Eng Match : অজিদের ইংরেজ বধ

Listen

অজিদের ইংরেজ বধ 

Icc Men’s ODI Cricket World Cup 2023, Aus vs Eng Match, Icc Men’s ODI Cricket World Cup 2023, Aus vs Eng Match,  Icc cricket world cup 2023 india, Ahmedabad, M chinnaswami Stadium, AUS vs ENG Match, England vs Australia match, Icc ODI Cricket World Cup 2023 India : সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : অজিরা (Australia) ইংরেজ (England ) বধ করল। ৩৩ রানে হারল ইংল্যান্ড। আজকের ম্যাচ ও আগামী ম্যাচ দু’টিতে ইংল্যান্ডের টিকে থাকার সম্ভবনা ছিল। কিন্তু অজিরা ৩৩ রানে হারিয়ে ইংল্যান্ডের সেই সম্ভবনায় জল ঢেলে দিলেন।

সেমিফাইনালে (World cup 2023 Semifinal)  যাওয়ার সম্ভবনা আগেই হারিয়ে গিয়েছিল ইংল্যান্ডের। তবে সূক্ষ্ম যেটুকু সম্ভবনা জিইয়ে ছিল, সেখানেও শেষ পেরেক পুঁতে দিল অজিরা। মঈন আলিদের লড়াইয়ে শেষ রক্ষা হল না। একই সঙ্গেই অজিরা সেমিফাইনালের দৌড়ে এগিয়ে গেলেন। বাংলাদেশের এই বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে। এবার সেই সঙ্গে নিশ্চিতভাবে এই বিশ্বকাপ থেকে বিদায় ইংল্যান্ডের। এরপর এই দু’টি দল লিগ পর্যায়ে বাকি ম্যাচগুলি খেলবে যথারীতি নিয়ম রক্ষার ম্যাচ হিসেবেই। এবং এই দু’টি দল আসন্ন চাম্পিয়ন্স ট্রফিও (Champions Trophy) খেলতে পারবে না।

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) প্রথমে ব্যাট করে অজিরা। ৪৯.৩ বলে অল আউট হয়ে যায় তখন স্কোর বোর্ডে দেখা যাচ্ছে অজিদের স্কোর ২৮৬ /১০। ধরমশালায় অভিষেক ম্যাচে সেঞ্চুরি করলেও শনিবার আহমেদাবাদ ম্যাচে দলের জন্য ভরসা যোগ্য স্কোর করতে পারলেন মা ট্রাভিস হেড। ক্রিস ওয়াকের বলে জো রুটের হাতে ক্যাচ দেন। মারনাস লাবুংচে-এর ৭১ রান, স্টিভ স্মিথের ৪৪ ও ক্যামেরন গ্রীনের ৪৭ রান চাড়া তেমন বড় স্কোর এই ম্যাচে কোনও অজি ব্যাটার বা অলরাউণ্ডারের পাওয়া গেল না।

ইংল্যান্ডের বোলার ক্রিস ওয়াক ৪ উইকেট, ডেভিড উইলি ১ উইকেট, মার্ক উড ২ উইকেট, লিয়াম লিভিংস্টোন ১ উইকেট ও আদিল রশিদ ২ টি করে উইকেট পান।

ইংল্যান্ড ২৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পড়ে। প্রথমেই শূন্য রানে ফিরলেন জনি ব্যারিস্টো, দলের রান তাড়া করার জন্য ডেভিড মালান চেষ্টা করলেন, কিন্তু হাফ সেঞ্চুরির পর তাঁকে ফিরতে হল প্যাট কামিন্সের বলে ট্রাভিস হেড-এর হাতে ক্যাচ দিয়ে। ইংল্যান্ডের বেন স্টোক ৬৪ রানের একটা ইনিংস খেললেন ঠিকই কিন্তু তাঁর এই রান দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। তিনি স্টোইন্সের হাতে ক্যাচ দিয়ে দেন। মঈন আলির ৪৩ বলে ৪২ রান, ক্রিস ওয়াকসের ৩২ও কেবল স্কোর বোর্ডে দলের রানের একটা সংখ্যা হয়ে থাকল। ৪৮.১ ওভারে ২৫৩ রানে সব ক’টি উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল ২০১৯ -এর বিশ্ব চাম্পিয়নরা হতশ্রী পারফরম্যান্স করে বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে সঙ্গেই আসন্ন চাম্পিয়নস ট্রফি খেলার যোগ্যতাও হারাল।

প্রসঙ্গত উল্লেখ্য, অজিদের বোলার মিচেল স্ট্রক, অ্যাডাম জাম্পা, জোস হ্যাজেলউড, পেট কামিন্স, মারক্যুস স্টইনসরা ইংল্যান্ডের ব্যাটিং লাইনের আপের ওপর যেভাবে আঘাত হানলেন, সেই আঘাত থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি হারাল ইংরেজ ব্যাটাররা। তবে এই হারের পরে টিম ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করার অবকাশ থাকল। তেমনি ইংরেজদের সর্বশক্তি দিয়ে বধ করে নিশ্চিতভাবেই মানসিক ও ক্রিকেটীয় শক্তি সঞ্চয় করলেন জাম্পারা।

প্রসঙ্গত উল্লেখ্য যে, রোহিতের (Rohit Sharma) টিম ব্লু’জ এই বিশ্বকাপে আগ্রাসীভাবে ক্রিকেট মহা যুদ্ধে। আমাদের (সাশ্রয় নিউজ-এর) পর্যবেক্ষণ, রোহিতের এই টিমের কাছ থেকে আগামী ম্যাচগুলিতে নিশ্চিতভাবেই চমক অপেক্ষা করতে ভারতের সমর্থকদের জন্য। আপাতত রবিবারের ইডেনে (Eden Gardens) প্রোটিয়াদের (South Africa) ম্যাচের দিকে সকলের নজর থাকবে।

ছবি ঋণ : আইসিসি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment