



সেমিফাইনালে শামী ঝড়, ফাইনালে ভারত
Icc Men’s Cricket World Cup 2023, Semifinal, Newzealand vs India, Wangkhede, Icc Mens Cricket world cup, World Cup 2023, India, Newzealand, First Semifinal, Virat Kohli 50th centuries, Virat Kohli record, Shubman Gill, Rohit Sharma, Virat Kohli, Shreyas Iyer Century, KL Rahul, 1st Semifinal against Newzealand. CWC 2023, Icc ODI World Cup 2023, Icc Men’s ODI World Cup 2023, India, India vs Newzealand 1st Semifinal, World Cup, Cricket World Cup, Men’s ODI Cricket World Cup 2023, Mohammad Shami, India won the match and qualified World Cup Final :: সাশ্রয় নিউজ ★ মুম্বাই : সাত উইকেট নিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ঝড় তুললেন মহম্মদ শামী (Mohammad Shami)। সেই সঙ্গে বিশ্বকাপের ফাইনালে ভারত। শামীর বলের চোখ রাঙানিতে কিউয়িদের ব্যাটিং লাইন আপে ধস।

দেশের মাটিতে বিশ্বকাপ অভিযানের শুরু থেকেই দেশবাসীকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার ওয়াংখেড়েতে কিউয়িদের (New Zealand) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ক্রিকেট খেলল ব্লু’জ (Blue’s Captain) ক্যাপ্টেন রোহিত শর্মা-এর (Rohit Sharma) নেতৃত্বাধীন দল। আরব সাগরের (Arabian Sea) ধারে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মারা (Rohit Sharma) স্বপ্ন ছোঁয়ার আয়োজন করেছিলেন যেন! তাঁরা একটি দীর্ঘ স্বপ্ন ও বাস্তবের ভেতর দিয়ে কিউয়িদের থামিয়ে দিয়ে বিশ্বকাপ ফাইনালে নিজেদের পোক্ত জায়গা করে নিলেন। সেখানে মহম্মদ শামীর বিধ্বংসী বোলিং, বিরাট কোহলির আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে পঞ্চাশ তম সেঞ্চুরি- এসব কিছুর ভেতর স্বপ্ন ও বাস্তব মিলেমিশে একসা হয়ে গেল! তৈরি হল নতুন ইতিহাস। সাক্ষী থাকল মুম্বাই (Mumbai) স্বপ্ননগরীর এই স্টেডিয়াম।

আন্তর্জাতিক ক্রিকেট সহ বিশ্বকাপের ইতিহাসে World Cup Cricket History) এক ম্যাচে সাত উইকেট নিয়ে মাইলফলক পুঁতে দিলেন মহম্মদ শামী (Mohammad Shami)। হয়ত এটাই ওঁর বয়সের নিরিখে শেষ বিশ্বকাপে! বিশ্বকাপের ফাইনাল এখনও বাকি! তবে সেমিফাইনালের এই ম্যাচে ভারতের ৩৯৭ চেজ করতে নামা খুব একটা সহজ ছিল না নিউজিল্যান্ডের। কনওয়ে (Conway) (১৩), রাচীন রবীন্দ্রা (১৩) (Rachin Ravindra), ল্যাথামকে (Latham) শূন্য রানে ফিরিয়ে অনেকটাই স্বস্তিতে ছিল ভারতীয় বোলাররা। কিন্তু কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamsons) ও ড্যারিয়েল মিচেল (Dariel Mitchel) যে দর্শনীয় ক্রিকেট খেললেন তা কিন্তু ভারতীয় সাপোর্টারদের জন্য যথেষ্ট চিন্তার ছিল। যদিও উইলিয়ামসন (৬৯) শিকার হন শামীর। কিন্তু মিচেল হিংস্রাত্মক ক্রিকেট খেললেন এইদিন। তাঁর ব্যাটিং সম্পর্কে পূর্বেই সচেতন ছিল ভারতীয় দল। ব্যাটিং নির্ভর এই পিচ, যার জন্য আরও বেশি শ্বাসপ্রশ্বাস পেলেন কিউয়ি ক্রিকেটারটি। তিনি সেঞ্চুরি করার পরে আরও বেশি রান শিকারী হয়ে ওঠেন। মিচেল প্যাভিলিয়নে ফিরতেই জেগে ওঠে ওয়াংখেড়ের দর্শকরা। ভারতীয় দলে নতুন করে স্বভাবিক হৃদস্পন্দন শুরু হয়। শেষ পর্যন্ত শামী তাঁর সপ্তাম উইকেটটি নিয়ে দলকে ফাইনালে তুললেন।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট নেন ব্লু’জ ক্যাপ্টেন রোহিত শর্মা। রোহিত ও শুভমন (Shubman Gill) প্রথম পাওয়ার প্লে’কে কাজে লাগিয়ে দলের রানের গতিকে বাড়িয়ে দেন। ৪৭ রানে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন রোহিত। ক্রিজে আসেন বিরাট কোহলি (Virat Kohli) চেনা মাঠে স্বভাবসিদ্ধ ধরে খেলে কিউয়িদের ঘুম তাড়ালেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। এদিন ওয়ান ডে ফর্ম্যাটে পঞ্চাশ তম সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিজেকে স্বমহিমায় প্রকাশ করলেন। ১১৩ বলে খেলে বিরাট এদিন ১১৭ রান করেন। তারপরে সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পরপর দু’টি ম্যাচে সেঞ্চুরি করলেন শ্রেয়স। ব্লু’জদের এই মিডল অর্ডার ব্যাটার দলের অন্যতম ভরসার জায়গা করে নিয়েছেন। এদিন ৭০ বল খেলে ১০৫ রানের ইনিংস খেললেন। সূর্যকুমার যাদব (SuriyaKumar Yadav) ফিরে যাওয়ার পরে ব্যাট হাতে অপরাজিত অসাধারণ ক্রিকেট খেললেন কে এল রাহুল (Wicket Keeper batter KL Rahul)। চারটি ক্যাচ ধরেছেন। ৭৯ রানের মাথায় পেশিতে টান পেয়ে মাঠ ছেড়েছিলেন শুভমন। তিনি ৪৯ ওভারে ফের মাঠে নামেন। শুভমন ৮০ রানে অপরাজিত ইনিংস খেললেন।

বুধবার তারকাখচিত ওয়াংখেড়ে (Wangkhede) বলিউড সহ (Bollywood) দক্ষিণী ছবির (South Indian Film Industry) গুচ্ছ স্টার সহ অভিনেতা রজনীকান্ত (Rajnikant) মাঠে আসেন। ছিলেন বলিউডের আরও অনেকে। ফুটবলার ডেভিড বেকহ্যাম (Devid Bakeham) এদিন ওয়াংখেড়েতে বসে উপভোগ করলেন ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ (India vs New Zealand Icc ODI Men’s World Cup 2023, Semifinal Match)। ম্যাচের শেষে উচ্ছ্বসিত শচীন জড়িয়ে ধরলেন কোহলিকে। আরব সাগরের তীরে বুধবার রাতে ২০১৯-এর সেমিফাইনালের এই নিউজিল্যান্ডের কাছেই সেই হারের বেদনা মুছে ফেলে ৭০ রানে জিতে ফাইনালে ভারত (World Cup Final) আর এই জয়ের ভেতর অনেক অনেক দৃশ্য তৈরি হল স্বপ্ননগরী মুম্বাইয়ের ওয়াংখেড়েতেই। আরও অনেক রহস্যই হয়ত বাকি! বাকি এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচও।
ছবি : আইসিসি
