



কিউয়িদের সামনে ৩৯৮ রানের লক্ষ্য রেখে ইনিংস শেষ করল ভারত
Icc Men’s Cricket World Cup 2023, Semifinal, Newzealand vs India, Wangkhede, Icc Mens Cricket world cup, World Cup 2023, India, Newzealand, First Semifinal, Virat Kohli 50th centuries, Virat Kohli record, Shubman Gill, Rohit Sharma, Virat Kohli, Shreyas Iyer Century :: সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ওয়াংখেড়ের মাঠ আরও এক ইতিহাস রচনার সাক্ষী রইল বুধবার। ভারত নিউজিল্যান্ডের ভেতর বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড করলেন বিরাট কোহলি (Virat Kohli) ওয়ানডে (ODI) ক্রিকেট ফর্ম্যাটে ৫০ তম সেঞ্চুরি বিরাটের। ইডেনে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকার (South Africa) সঙ্গে ম্যাচে কোহলি শচীনের (Sachin Tendulkar) ৪৯ তম সেঞ্চুরি স্পর্শ করেছিলেন। সেই সেঞ্চুরি করার পরে শচীন বিরাটকে শুভেচ্ছা বার্তায় রসিকতা করে জানান, আমাকে ৫০ করতে ৩৬৫ দিন অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু তার আগেই তুমি সেটা পূর্ণ করবে। শচীনের রসিকতা যে বয়স নিয়ে ছিল সেটা সেদিন কারও বুঝতে বাকি ছিল না। কিন্তু বিরাট কোহলি তাঁর আন্তর্জাতিক ওডিআই কেরিয়ারের পঞ্চাশ তম সেঞ্চুরি করলেন ওয়াংখেড়েতে (Wangkhede) গ্যালারিতে শচীন সহ সকলে দাঁড়িয়ে অভিবাদন জানালেন কোহলিকে। মুম্বাইয়ে ওয়াংখেড়ে ম্যাচে কলকাতায় যে মাইলস্টোন ছুঁয়েছিলেন, সেই মাইলস্টোন নতুন করে নির্মাণ করলেন বিরাট ১১৭ রানে কনওয়ের (conway) হাতে ক্যাচ দিয়ে যখন ফিরছেন, দাঁড়িয়ে করতালিরত ওয়াংখেড়ের সমস্ত দর্শকরা। এদিন ম্যাচের শুরুতেই টস জিতে ব্যাট নেন ব্লু’জ ক্যাপ্টেন (Blue’s Captain) রোহিত শর্মা (Rohit Sharma) রোহিত নিজে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। ক্যাচ আউট হন কিউয়িদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের (Ken Williamson) হাতে। ৮৯ রানের মাথায় চোট পান শুভমন গিল (Subhuman Gill) মাঠের বাইরে চলে যান। মাঠে আসেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyar) শ্রেয়স ও কোহলি জুটি অসাধারণভাবে দলকে বড় রানের স্কোরের দিকে টেনে নিয়ে গেলেন। সেঞ্চুরি করেন শ্রেয়স। ১০৫ রানের মাথায় আউট হন। সূর্যকুমার যাদব (Suriyakumar Yadav) বড় ওভার বাউন্ডারি মারতে গিয়ে ফেরেন ১ রানে। কে এল রাহুল (KL Rahul) তখন ক্রিজে। তখনই ফের মাঠে নামেন শুভমন গিল। দলকে আজও ভাল সঙ্গ দিলেন রাহুল। গিল অপরাজিত ৮০ রানে। ইনিংসের শেষ বলে কেএল রাহুলের বাউন্ডারির ভেতর দিয়ে ভারতের স্কোর পৌঁছয় ৩৯৭ /৪। কিউয়ি বোলার সাউথি (Southee) পান চার উইকেট (India vs New Zealand Match)।
-ফাইল চিত্র
