



আটে আট। ফের স্মরণীয় হয়ে থাকল ইডেন
Icc cricket world cup 2023 india, Virat Kohli 49 th ODI Century Eden Gardens, SA vs INDIA Match, INDIA vs SOUTH AFRICA match, Icc Cricket World Cup 2023, World Cup 2023, Eden Gardens Match, Kolkata Match, Ravindra Jadeja, Mohammad Shami, Icc Men’s ODI Cricket World Cup 2023 India, India vs South Africa Match, Rohit Sharma, India Won the match : সাশ্রয় নিউজ ★ কলকাতা : আটে আট। কী অদ্ভূত না? না এটাই সত্যি। বেশ ক’য়েকটি দিক দিয়ে স্মরনীয় হয়ে থাকল ইডেন ম্যাচ। ভারত জিতল শুধু তাই না অসাধারণ ক্রিকেট খেলে জিতল। তেমনি মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকরের ৪৯ তম সেঞ্চুরির ছুঁয়ে দিলেন বিরাট কোহলি। ইডেনেই ১৪ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। আর সেই ইডেনেই ক্রিকেটের মডার্ন মাস্টার তাঁর ৩৫ তম জন্মদিনের দিনে ৪৯ তম সেঞ্চুরি হাঁকালেন। উজ্জীবিত ভারতের ক্রিকেট ফ্যানেরা। ৬৭ হাজার দর্শক। পর্দার ওপারে বসে থাকা কোটি কোটি মানুষ দেখল এই বিশ্বকাপের একমাত্র দল ভারত পরপর আটটি ম্যাচ জিতে লিগ পর্যায়ে শীর্ষে এবং আরও দু’পয়েন্ট যোগ হল তাতে।
ভারতের বোলারদের কাছে টিকতে পারলে টেম্বা ব্যাভুমারা। মোহাম্মদ সিরাজ যে দক্ষিণ আফ্রিকা দলে উইকেট হানা শুরু করেন। শেষ করেন কূলদীপ যাদব।
মাঝে রবীন্দ্র জাডেজা পাঁচ উইকেট নিয়ে পুরো ধসিয়ে দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। রবীন্দ্র জাদেজার বোলিং আক্রমণের শিকার হলেন ব্যাভুমা, হেনরি ক্লাসেন কাগিসকো রাবাডারা। পাঁচ উইকেট নিয়ে ইডেনের উউচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছেন জাড্ডু।
আজকের ম্যাচ যেন, ওয়াংখেড়েতে যেখানে ভারত শেষ করেছিল, সেখান থেকেই ব্লু’জরা শুরু করল। মহম্মদ শামী নিজের মাঠে ভান ডার ড্যুসেন ও অ্যাডেন মার্করামের উইকেট তুলে নেন। কূলদীপ যাদব তুলে নিলেন ২ উইকেট। মহম্মদ সিরাজ ১ উইকেট।
উল্লেখ্য যে, টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরুতেই নিজস্ব মেজাজ ব্যাট করতে শুরু করেন রোহিত। ২৪ বলে দুরন্ত ৪০ রান করেন। কিন্তু কাগিস্কো রাবাডার বলে ক্যাচ দিলেন টেম্বা ব্যাভুমার হাতে। এদিন ইডেনের পিচে শুভমন গিলকে নিজস্ব ছন্দে পেল না ভারত। ২৩ রানে আউট হলেন ভারতের ব্যাটার। তিন নম্বরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ১০১ রানে অপরাজিত ইনিংস খেলেন। তাঁর জীবনে ও এটি স্মরণীয় ইনিংস নিশ্চয়। ৪৯ তম সেঞ্চুরি পূর্ণ করে বিরাট শচীনের ৪৯ তম সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন। এদিন শ্রেয়স আইয়ার ৭৭ রান করে ভারতের স্কোরকে আরও দীর্ঘ করলেন। ফর্মে থাকা এই ব্যাটার নাগিডির বলে ক্যাচ আউট হন। এদিন রবীন্দ্র জাডেজা শুধু পাঁচ উইকেট নিয়ে মার্কো জানসেনদের কপালের ভাঁজকে বড় করলেন তা-ই না, ১৫ বলে অপরাজিত ২৯ রানের একটি অনবদ্য ইনিংসও উপহার দিলেন ভারতের সমর্থকদের।
ছবি : আইসিসি
