



হারের খরা কাটাল ইংল্যান্ড
Icc Men’s Cricket World Cup 2023 India, Netherlands vs England, Pune, Narendra Modi Stadium, Cricket World Cup 2023, World Cup cricket, cricket World Cup, Icc Men’s ODI Cricket World Cup 2023, cwc 2023 India
সাশ্রয় নিউজ ★ পুণে : নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Midi Stadium) নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। (Netherlans vs England Match) এই বিশ্বকাপে (World Cup) মোট আটটি ম্যাচ খেলে ২ টি ম্যাচ জিতল ইংলিশ ক্রিকেটাররা। বুধবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে ইংল্যান্ড। ডেভিড ম্যালান (Devid Malan) ৮৭ রান করেন। সেঞ্চুরি করেন বেন স্টোকস (Ben Stokes) তিনি ৮৪ বলে ১০৮ রান করেন। ওকস ৫১ রান করেছেন। জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওকস, আদিল রশিদ, মঈন আলিদের বোলিংয়ের সামনে নিজেদের মেলে ধরবার সুযোগ পেলেন না এড ওয়াডসরা। ওকস ব্যাটে ৫১ রানের পাশাপাশি ১ উইকেট পান। মঈন আলি (Moin Ali) ও আদিল রশিদ (Adil Rasid) ৩ টি করে উইকেট পেয়েছেন। ডেভিড উইলি (Devid Willy) পেয়েছেন ২ উইকেট। এই ইংলিশ বোলার বিশ্বকাপের পরেই ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। এদিন ১৭৯ রানে অল আউট হয়ে যায় ডাচরা। নিডাম্যানারু ৪১ রানে অপরাজিত থাকেন। এছাড়া ডাচ ক্যাপ্টেন এডওয়ার্ডস (Edwards) ৩৮ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন। ব্যারিসি ৩৭, এঞ্জেলব্রিচট ৩৩ রান করেন। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের লিগ পর্যায়ে আরও একটি করে ম্যাচ বাকি আছে। প্রসঙ্গত, এই ম্যাচ জয়ের ফলে চাম্পিয়নস ট্রফি (Champions Trophy) খেলার জন্য একধাপ এগিয়ে গেল উইলিরা।
ছবি ঋণ : আইসিসি
