



চার উইকেটে ৩৫৭ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকার ইনিংস
ICC Men’s ODI Cricket World Cup 2023 India, NZ vs SA Match , Cricket World Cup 2023, CWC 2023, সাশ্রয় নিউজ ★ পুণে : ইনিংসের শেষ বলে ছক্কা মেরে মাঠ থেকে বেরলেন মারক্রাম। এদিন পুণেতে বড় রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিল দক্ষিণ আফ্রিকা। ৩৫৭ রানে শেষ হল ইনিংসের। কুইন্টন ডি কক ও ড্যুসেন সেঞ্চুরি করেন। ডি কক ১১৪ রান করে ক্যাচ আউট হন। রাস ভানডার ড্যুসেন ১৮৮ বলে ১৩৩ রান করে বোল্ড হন। ব্যাভুমা ২৪ রান করেন। ক্লাসেন অপরাজিত ১৫ ও মারক্রাম অপরাজিত ৬। নিউজিল্যান্ডের বোল্ট ১ উইকেট, সথে দুই উইকেট একটি উইকেট পান নিশাম।
