



সাত উইকেটে হার বাংলাদেশের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ইডেন আজ বিশ্বকাপের ৩১ তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান টসে জিতে ব্যাট করতে নামে। পাকিস্তানের বোলার অ্যার্টাকের সামনে বড় রানের স্কোর দাঁড় করাতে পারেননি শাকিব আল হাসানরা। শুরুতেই শূন্য রানে ফিরে যান তানজিদ হাসান। শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লু হন। তারপরই আফ্রিদির বলে ক্যাচ আউট হন নাজমুল হাসান শান্ত। বাংলাদেশের উইকেট কিপার ওপেনার ব্যাটার লিটন দাস ৪৫ রান করেন। ইফতিকার আহমেদের বলে ক্যাচ আউট হন লিটন। এরপর বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মাহমুদুল্লাহ হাফ সেঞ্চুরি করেন। ৫৪ রানে শাহিন আফ্রিদির বলে বোল্ড হন মাহমুদুল্লাহ। শাকিব আল হাসান ৪৩ রানের ইনিংস খেলেন। ২০৪ রানে ৪৫.১ ওভারে অল আউট হয়ে যায় বাংলাদেশ।
শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট, ওয়াসিম ৩ উইকেট, ইফতিকার আহমেদ ১ উইকেট, মীর এক উইকেট ও হ্যারিস রউফ ২ উইকেট পান।
২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বড় পার্টনারশিপ দাঁড় করান ফাখার ও সফিক। ক্রিজে সেট হয়ে যাওয়া পাকিস্তানের ওপেনিং জুটিয়ে ভাঙন ধরান মেহেদী হাসান মিরান তিন উইকেট পেয়েছেন এই বাংলাদেশী বোলার। ৬৮ রানে ফেরারান সফিককে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ফেরেন ১৬ রানে৷ ফাখার জামান ৮১ রানে আউট হন। মহম্মদ রিজওয়ান অপরাজিত ২৬ ও ইফতিকার আহমেদ অপরাজিত ১৭ রান করেন। ৩২.৩ ওভারে পাকিস্তান জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
