



নেদারল্যান্ডসের কাছে লজ্জার হার বাংলাদেশের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ইডেনে নেদারল্যান্ডসের কাছে হেরে সেমিফাইনালের দৌড় থেকে বেরিয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশ নেদারল্যান্ডসকে ২২৯ রানে থামিয়ে দেয়। কিন্তু জয়ের জন্য ২৩০ রান তাড়া করতে নেমেই নেদারল্যান্ডসের বোলারদের বোলিং আক্রমণের শিকার হয় বাংলাদেশ। লিটন দাস, তানজিদ হাসানরা দলের জয়ের জন্য কিছুই করতে পারলেন না। বাংলাদেশ দলের যখন স্কোর ৬৪ রান তখন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত আটক হয়ে যান। মেহেদি হাসান মিরাজকে ফেরান বাস ডি লিদ। মেহেদি ৩৫ রান করেন। তারপরেই মিকেরেন বোল্ড করেন মুশফিকুর রহিমকে। মেহেদি হাসান ১৭ রানে রান আউট হলে বাংলাদেশের সমর্থকদের মাথায় হাত পড়ে। বাস ডি লিড ফেরান মাহমুদাল্লাকে। জয়ের বাংলাদেশের ম্যাচ জয়ের স্বপ্ন ভঙ্গ হয় সেখানেই। বিষন্ন মনে মাঠ ছাড়লেন মাহমুদুল্লা। ৪২.২ ওভারে ১৪২ রানে অল আউট বাংলাদেশ। এদিন মেহেদী হাসানের সর্বোচ্চ ৩৫ রান ব্যতীত বাংলাদেশ দলের কোনও প্লেয়ার বড় স্কোর করতে পারেনি। এম রহিম ২০ রান ও মাহমুদুল্লা ২০ রান করেন। সাকিবের ব্যাট থেকে আসে ৫ রান। নেদারল্যান্ডসের ভ্যান মিকেরান পেয়েছেন চার উইকেট। ডি লিড পান ২ উইকেট। একটি করে উইকেট পান এ দত্ত, ভ্যান বিক ও অ্যাকম্যান।
ছবি ঋণ : আইসিসি
