



টিম ইন্ডিয়ার বোলিং ম্যাজিকে ইংল্যান্ড বধ
সাশ্রয় নিউজ ★ লখনউ : লখনউয়ে ভারতের বোলারদের সামনে দাঁড়াতে পারল না ইংল্যান্ড। ১২৯ রানে অল আউট হয়ে গেল ইংলিশরা। মহম্মদ শামী, বুমরা, কুলদীপ, জাদেজাদের বলের সামনে নিজেদের মানিয়ে নেওয়ার সময় পেল না ইংল্যান্ড। ষষ্ঠ ম্যাচেও বড় জয় ভারতের।
রোহিতের দলের বোলিং সাইড কত উন্নত তা আরেকবার প্রমাণ পেলেন সকলে। প্রায় সকলেই ভেবে নিয়েছিলেন, ইংল্যান্ডের কাছে ভারত ছয় নম্বর ম্যাচ নিশ্চিত হারছে। রবিবার অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামের গ্যালারিতে ভারতীয় সমর্থকেরা প্রায় মুষড়ে পড়েন ভারতের ব্যাটিং বিপর্যয় দেখে। ২২৯/৯-এ শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এদিন ক্যাপ্টেন রোহিত শর্মা ৮৭ রান করেন। শুভমন, কোহলিরা রান পেলেন না। শূন্য রানে ফেরেন কোহলি। সূর্যকুমার যাদব অনবদ্য ৪৭ রান করে দলের স্কোর বৃদ্ধি করেন।
কিন্তু টিম ইন্ডিয়ার বোলারদের ম্যাজিক বোলিংয়ের কাছে আগের বছর বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের জন্য যে আরও ভয়ানক বিপর্যয় অপেক্ষা করছে তা কে জানত! রোহিতের ক্যাপ্টেন্সির ও বোলিং চমক এই ম্যাচে সকলের নিশ্চিত আনন্দ দিল আবারও।
মহম্মদ শামীকে এই বিশ্বকাপে কী বড় দেরি করে খেলানো হল? বিশ্বকাপ স্কোয়াডে এই ভারতীয় বোলার থাকলেও প্রথম একাদশে ছিলেন না। আগের চারটি ম্যাচে তাঁর প্রথম একাদশে না থাকা নিয়ে বিস্তর জল ঘোলা হয় ক্রিকেট বিশেষজ্ঞদের ভেতর। ফোরায় নিউজ প্রিন্টের অনেক জায়গাও। সুনীল গাওস্কারও প্রশ তুলেছিলেন, শামীকে না খেলানোর জন্য। অবশেষে ভারতের পঞ্চম ম্যাচে পরিবর্ত ক্রিকেটার হিসেবে একাদশে এসেই পাঁচ উইকেট ত্য তুলে নেন মহম্মদ শামী। আজকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের কাণ্ডারী হয়ে থাকলেন তিনিই। ৪ উইকেট তুলে নিয়ে ইংলিশ ব্যাটারদের ক্রিজে দাঁড়ানোর সাহসই দেখাতে দিলেন না এই ভারতীয় বোলার।
একই সঙ্গে দুরন্ত ফর্মে থাকা জশপ্রীত বুমবার কথা না বললেই নয়। রোহিতের দলের অন্যতম ভরসা এই বোলার। রবিবার লখনউ ম্যাচে তিন উইকেট পেয়েছেন। এছাড়াও কুলদীপ যাদব পেয়েছেন ২ টি উইকেট। এক উইকেট নেন রবীন্দ্র জাডেজা। উল্লেখ্য যে, ইংল্যান্ডের উইকেটে শামীরা ধস নামান যথাক্রমে ৩০/১, ৩০/২, ৩৩/৩, ৩৯/৪, ৫২/৫, ৮১/৬, ৯৮/৭, ৯৮/৮, ১২২/৯ ও ১২৯ /১০ রানের মাথায়।
ইংলিশ ওপেনার ব্যায়ারস্টো ১৪ রান ও মালান ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। রুট, স্টোকস, উড তিনজন ব্যাটার শূন্য রানে আউট হন। ইংল্যান্ড দলের সর্বোচ্চ ২৭ রান করেন লিভিংস্টো। এদিন প্লেয়ার অব দ্য ম্যাচ হন ব্লু’জ ক্যাপ্টেন রোহিত শর্মা।
ছবি : সংগৃহীত
