



সেমিফাইনালে ভারতের টিকিট পাকা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রবিবার লখনউ ম্যাচ জিতে ১২ পয়েন্টে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ছ’টি ম্যাচ খেলেছে রোহিত, কোহলিরা। সব ক’টি ম্যাচেই জয় ছিনিয়ে আনেন ব্লু’জ ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। লখনউ ম্যাচে জয়ের সব চেয়ে বড় কৃতিত্ব বোলারদের। কারণ লখনউয়ের পিচ সসম্পূর্ণতই বোলিং পিচ। রবিবার ওই পিচে শুভমন ও কোহলিরা ব্যর্থ হলেও দলের জন্য ১০০ শতাংশ ঢেলে দিয়ে নিজেদের প্রমাণ করলেন মহম্মদ শামী ও বুমরারা।
গড় আনুপাতিক শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের খেলা তাতে আমরা দেখতে পাচ্ছি, জয়ের অনুপাতে সংখ্যায় তাঁরা পিছিয়ে। সেই কারণে ভারত সেমিফাইনালের টিকিট পেয়ে গেল। সেই জয়ের আনুপাতিক দিক থেকেই সাশ্রয় নিউজ-এর খবর সেমিফাইনালে ভারতের টিকিট পাকা। উল্লেখ্য, সাশ্রয় নিউজ-এর ধারাবাহিক বিশ্লেষণের ভিত্তিতে সাশ্রয় নিউজ পাকাপোক্তভাবেই ভারতকে সেমিফাইনালের দাবিদার হিসেবে চিহ্নিত করেছে।
উল্লেখ্য লিগ পর্যায়ে টিম ইন্ডিয়া এখনও তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের সঙ্গে। সেমিফাইনালে ভারত জায়গা পাকা করেই নেওয়ায় পরবর্তী ম্যাচগুলিতে আরও বেশি মনোযোগ দিতে পারবে। বর্তমানে ভারতীয় দলের যা ফর্ম তাতে সব ক’টি ম্যাচেই জেতার সক্ষমতা রাখে কোচ রাহুল দ্রাবিড়-এর এই দল। তবে খেলায় আত্মতুষ্টির কোনও স্থান নেই। দক্ষিণ আফ্রিকা দল যথেষ্ট ফর্মে আছে। শ্রীলঙ্কা যে-কোনও সময় তাঁদের খেলা দেখাতে পারে। ইডেনে বাংলাদেশকে হারিয়ে এডওয়ার্ড-এর নেদারল্যান্ডসে যথেষ্ট উজ্জীবিত।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই মুহূর্তে পয়েন্টস তালিকায় শীর্ষে ভারত। ১০ পয়েন্ট নিজেদের দখলে রেখে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ও চতুর্থ স্থান দখল করে আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তাঁদের দখলে ৮ পয়েন্ট।
সেমিফাইনালের দৌড় থেকে ক্রিকেটের নিয়মে সরে যেতে হবে ইংল্যান্ড ও বাংলাদেশকে। এই দু’টি দলও ছ’টি করে ম্যাচ খেলে ফেলেছে। যদি বাকি ম্যাচগুলি তাঁরা জেতেও তাহলে তাঁদের পয়েন্ট দাঁড়াবে ৮ (বর্তমানে তাঁদের লিগ পর্যায়ে পয়েন্ট ২)। সুতরাং তাঁরা যদি আট পয়েন্ট অর্জনও করে তবুও সেমিফাইনালে যাওয়ার সক্ষমতা অর্জন করবে না। অন্যদিকে নেদারল্যান্ডস ও পাকিস্তান সেমিফাইনালে যেতে পারে। তাঁরা যদি বাকি ম্যাচ জেতে, তাহলে তাঁদের মোট পয়েন্ট দাঁড়াবে ১০। সুতরাং তাঁদের সেমিফাইনালে যাওয়ার সম্ভবনা। কীভাবে? আপনাদের সেটা উল্লেখ করি। এখনও তারা পর্যন্ত ৬ ম্যাচে চার পয়েন্ট করেছে। এরপর যদি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড পরবর্তী ম্যাচগুলি পরপর হারতে থাকে তাহলে পাকিস্তান বা আফগানিস্তান বা শ্রীলঙ্কার সেমিফাইনালে যাওয়ার সম্ভবনা আছে। এমনকী, নেদারল্যান্ডসের চার পয়েন্ট। তারাও যদি পরপর ম্যাচগুলি জিতে যায়, তাহলে তাদেরও সেমিফাইনালে যাওয়ার সম্ভবনা আছে। কিন্তু শেষ অব্দি আমাদের লক্ষ্য রাখতে হবে নিট রান রেটের দিকে। এবার পয়েন্ট যদি এই চারটি টিমের সমান হয়ে যায়, তাহলেই আবার ঘুরিয়ে নিট রান রেট দেখতে হবে কে বেশি আছে! তখন সে পয়েন্ট টেবিলের চতুর্থ নম্বর বা তৃতীয় নম্বর স্থানটি দখল করতে পারে। কিন্তু ওদিকে ইন্ডিয়া ছ’টি ম্যাচে ছ’টি জিতেছে। অলরেডি ওদের সামনে তিনটি ম্যাচ। এবং ওই তিনটি ম্যাচের মধ্যে ওরা আশা করা যায় একটি ম্যাচ জিতবে। তর্কের খাতিরে ধরে নেওয়া হল, দুটো ম্যাচ জিতলই না কিন্তু একটি করেও জিতবে। তাহলেই কিন্তু এরা ওদের থেকে পয়েন্টে এগিয়ে যাচ্ছে। অতএব পাকা হয়ে গিয়েছে সেমিফাইনালের পথ।
এই বিশ্বকাপের বাকি আর দু’টি দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান এখনও সেমিফাইনালে যাওয়ার পথ খোলা আছে তা আগেই বলা হয়েছে। তাঁরা এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে। বাকী আরও ক’য়েকটি ম্যাচ। এখনও ওই দুই দল সেমিফাইনালে যোগ্যতা অর্জনের লড়াই করছে। ভারতের পরবর্তী ম্যাচ আছে শ্রীলঙ্কার সঙ্গে। ওয়াংখেড়েতে ব্লু’জরা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। ব্যাটিং নির্ভর ওয়াংখেড়ের পিচ। ওই ম্যাচে ভারতীয় ব্যাটারদের পিচের ফায়দা ওঠানোর সুযোগ আছে। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি চাইবেন, লখনউ ম্যাচে শূন্যের লজ্জা ঢাকতে ওয়াংখেড়েকে কাজে লাগাতে। এবং অবশ্যই সেই সঙ্গে টিম ইন্ডিয়াও চাইবে পয়েন্ট আরও বৃদ্ধি করে নিতে। কিন্তু এখনও এই বিশ্বকাপে চমক বাকি আছে। ক্রিকেট প্রেমীদের কাছে বিশেষ বক্তব্য যে, আপনারা ক্রিকেট দেখুন ও উপভোগ করুন। এই চমকে সামিল আমরাও থাকব।
এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকা
👉ভারত : মোট ম্যাচ খেলেছে ৬টি, হার ০, পয়েন্ট ১২, নিট রান রেট +১.৪০৫
👉দক্ষিণ আফ্রিকা : মোট ম্যাচ খেলেছে ৫টি, হার ১, পয়েন্ট ১০, নিট রান রেট +২.০৩২
👉নিউজিল্যান্ড : মোট ম্যাচ খেলেছে ৬টি, জিতেছে ৪ টি, হার ২, পয়েন্ট ৮, নিট রান রেট +১.২৩২
👉অস্ট্রেলিয়া : মোট ম্যাচ খেলেছে ৬টি, জিতেছে ৪, হার ২, পয়েন্ট ৮, নিট রান রেট +০.৯৭০
👉শ্রীলঙ্কা : মোট ম্যাচ খেলেছে ৫ টি, জিতেছে ২টি, হার ২, পয়েন্ট ৪, নিট রান রেট -০.২০৫
👉পাকিস্তান : মোট ম্যাচ খেলেছে ৬ টি, জিতেছে ২টি, হার ৪, পয়েন্ট ৪, নিট রান রেট -০.৩৮৭
👉আফগানিস্তান : মোট ম্যাচ খেলেছে ৫ টি, জিতেছে ২টি, হার ৩টি, পয়েন্ট ৪, নিট রান রেট -০.৯৬৯
👉নেদারল্যান্ডস : মোট ম্যাচ খেলেছে ৬ টি, জিতেছে ২টি, হার ৪টি, পয়েন্ট ৪, নিট রান রেট -১.২৭৭
👉বাংলাদেশ : মোট ম্যাচ খেলেছে ৬ টি, জিতেছে ১টি, হার ৫ টি, পয়েন্ট ২, নিট রান রেট -১.৩৩৮
👉ইংল্যান্ড : মোট ম্যাচ খেলেছে ৬ টি, জিতেছে ১টি, হার ৫ টি, পয়েন্ট ২, নিট রান রেট -১.৬৫২
ছবি : আইসিসি
