Sasraya News

Monday, March 17, 2025

Icc Cricket World Cup 2023 India : বিশ্বকাপ চলাকালীনই অবসর ঘোষণা ক্রিকেটারের

Listen

বিশ্বকাপ চলাকালীনই অবসর ঘোষণা ক্রিকেটারের

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকেই বেছে নিলেন অবসর ঘোষণার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে। কেন? এই বিশ্বকাপে দল ভাল ফল করেনি। আগেরবারের বিশ্বকাপ চাম্পিয়নরা এই বিশ্বকাপে মোটেও সন্তোষজনক অবস্থায় নেই। কিন্তু তার ভেতরেই ইংল্যান্ডের বিশ্বকাপ দলের সদস্য তাঁর অবসর ঘোষণা করে দিলেন। এক্স হ্যাণ্ডেলে ওই ক্রিকেটার লেখেন, “কোনও দিন চাইনি এই দিনটা আসুক। ছোট থেকে ইংল্যান্ডের হয়ে খেলা স্বপ্ন ছিল। অনেক ভাবনাচিন্তার পর, অনেক আক্ষেপ নিয়েই বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই জার্সি পরে বরাবর গর্ববোধ করেছি। যখনই মাঠে নেমেছি নিজের সেরাটা দিয়েছি। অসাধারণ একটা দলের অংশ হতে পেরে গর্বিত। অনেক স্মৃতি রয়েছে। সারা জীবনের জন্যে অনেক ভাল বন্ধুকে পেয়ে গিয়েছি।” ইংল্যান্ড দলের ক্রিকেটারের নাম, ডেভিড উইলি। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটি উইকেট পেয়েছেন। তাঁদের বাকি এখনও তিনটি ম্যাচ। তার আগেই অবসর ঘোষণা করে সকলকে চমকে দেন উইলি। কেন হঠাৎ অবসর? সূত্রের খবর, বোর্ডের সঙ্গে মনোমালিন্যতেই কী উইলির এই সিদ্ধান্ত! উইলিকে নাকি ইংল্যান্ডের বার্ষিক ২৬ জন বিশ্বকাপ সদস্যদের ভেতর ভেতর রাখা হয়নি উইলিকে। তা-ই কী ক্ষোভে অবসর? নাকি ভারতে বিশ্বকাপে দলের ভরাডুবির জন্যই অবসাদে অবসর ঘোষণা তাঁর? না। তা অবশ্য জানাননি ইংল্যান্ডের ওই ক্রিকেটার। তবে তাঁর পোস্টে অবসাদের ছোঁয়া পেয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া মহল। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইলির। ৭০ টি একদিনের ম্যাচে ৯৪ টি উইকেট তাঁর দখলে। 

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment