Sasraya News

Tuesday, February 11, 2025

Hooghly Road Accident : পথ দুর্ঘটনায় হত ট্রাফিক কনস্টেবল

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ চুঁচুড়া : পথ দুর্ঘটনায় (Hooghly Road Accident) প্রাণ হারালেন এক ট্রাফিক কনস্টেবল। নাম কৃষ্ণচন্দ্র মালিক (৫৫)। ওই ট্রাফিক কনস্টেবল চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক সেকশনে কাজ করতেন বলে বিশেষ সূত্রে খবর। তিনি রবিবার রাতে বাইকে উত্তরপাড়া থেকে দাদপুরের বাড়ি ফিরছিলেন। সূত্রের খবর, দিল্লি রোড ধরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন কৃষ্ণচন্দ্র মালিক। দুর্ঘটনাটি ঘটে পোলবার সুগন্ধায় গোটু ফুটবল মাঠের সন্নিকটে। সূত্রের খবর, রাস্তার পাশে পড়ে থাকা স্টোনচিপসে স্লিপ করে বাইকের চাকা। ছিটকে পড়েন ওই ট্রাফিক কনস্টেবল। আহত কনস্টেবলকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে উল্লেখ করেন। সোমবার মরদেহের ময়না তদন্ত হওয়ার কথা বলে উল্লেখ।

আরও খবর : Madarihat : বন-মহোৎসব উদযাপন

-প্রতিনিধিত্বমূলক ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment