Sasraya News

Sunday, March 16, 2025

Hooghly : অচৈতন্য অবস্থায় নাবালিকা ছাত্রী উদ্ধার 

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ হুগলি : প্রাইভেট টিউশন থেকে ফেরার পথে অপহরণ এক ছাত্রীকে। শুক্রবার অচৈতন্য অবস্থায় হুগলি (Hooghly) জেলার হরিপাল বিডিও অফিস সংলগ্ন গোপীনগগর এলাকা থেকে উদ্ধার হন ওই ছাত্রী। হরিপাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয় বলে উল্লেখ। পরিবার সূত্রে খবর, নাবালিকা তাঁর স্কুল সংলগ্ন গৃহ শিক্ষকের কাছে প্রাইভেট টিউশন পড়েন। টিউশন নিয়ে ফিরছিলেন, সিঙ্গুর স্টেশনের দিকে। সময়ে বাড়ি না ফেরায় উদ্বেগ তৈরি হয় পরিবারে। পরে ছাত্রীর দেহ দেখে কেউ তাঁদের বাড়িতে খবর দেন যে, অচৈতন্য অবস্থায় নাবালিকা পড়ে আছেন। সূত্রের খবর, স্থানীয়রাই পুলিশে খবর দিলে ঘটিনাস্থলে পৌঁছায় পুলিশ। নাবালিকাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় স্বাস্থ্য। স্থানীয় সূত্রে খবর, ওই সময় ওই নাবালিকা ছাত্রী তাঁদের জানান, একটি চার চাকার গাড়ি তাঁর পাশে এসে দাঁড়ায়। সেই গাড়িতে ক’য়েকজন যুবক ছিল বলে উল্লেখ। হুগলি গ্রামীণ পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশিস সেন -এর কথায়, “নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে একজন মহিলা পুলিশকর্মী নির্যাতিতার বয়ান রেকর্ড করেছেন। ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। নির্যাতিতার প্রাথমিক শারীরিক পরীক্ষাও হয়েছে। পরে শারীরিক পরীক্ষার জন্য অভিভাবকদের সঙ্গে চন্দননগরে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। মহিলা অফিসারই তদন্ত করছেন।” আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পরে রাজ্য তোলপাড়। এই আবহে হুগলির হরিপালে শুক্রবারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় বলে উল্লেখ।

-প্রতীকী ছবি 

আরও পড়ুন : Weather Update : ভারী বৃষ্টির পূর্বাভাস

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment