



Harichand Thakur হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্মদিন
সাশ্রয় নিউজ ★ উত্তর চব্বিশ পরগণা : উত্তর চব্বিশ পরগণার ঠাকুরনগরে আজ থেকে শুরু হয়েছে বারুণি মেলা। ইতিমধ্যে মেলা উপলক্ষ্যে মেলা দূর-দূরান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের ভক্ত সমাগম শুরু হয়। ভোর পাঁচটা সাতান্ন মিনিট থেকে স্নান শুরু হয়েছে। উল্লেখ্য, আজ হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জম্মদিন। তাঁর জন্মতিথিতে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত উত্তর চব্বিশ পরগণার ঠাকুর নগরে সমবেত হচ্ছেন।
