Sasraya News

G-20 conference : G-20 সম্মেলনে চীন

Listen

G-20 সম্মেলনে চীন

সাশ্রয় নিউজ : তৃতীয় বারের জন্য চিনের প্রেসিডেন্ট পদে বসার আগে শি জিংপিং জি-২০ সম্মেলনে অংশ গ্রহণ করতে চলেছে চীন। চীনের কমিউনিস্ট পার্টি আশা করছে, তৃতীয় দমাতেও ব্যাপক সমর্থন পাবেন বর্তমান প্রেসিডেন্ট। চীন পররাষ্ট্র মন্ত্রক, শি জিংপিং -য়ের বিগত ১০ বছরের শাসনকালে, কূটনৈতিক সাফল্যের প্রশংসা করেছে বলে জানা যায়। জিংপিং-এর শাসনকালে চীন সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে দৃঢ়ভাবে ধরে রেখেছে।

ইন্দোনেশিয়ায় আগামী মাসে G-20 সম্মেলন অনুষ্ঠিত হবে। যোগ দেবে চীন। চীন আশা করছে, এই সম্মেলন কোভিড-১৯ -এর বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে সহযোগিতা বৃদ্ধির জন্য সামগ্রীকভাবেই গঠনমূলক আলোচনা হবে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read