Sasraya News

Sunday, March 16, 2025

Flood : বন্যা পরিস্থিতি পরিদর্শনে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : জল জীবন হলেও সম্প্রতি পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় মানুষ ঘরছাড়া বন্যার (Flood) জল-যন্ত্রণায়! কোথাও ত্রাণের আর্তনাদ। কোথাও মানুষ নিজ বসত ভিটে ছেড়ে আশ্রয় গ্রহণ করেছেন নিরাপদ আশ্রয়ে।

 

জল-যন্ত্রণা। ছবি : আন্তর্জালিক 

 

শুধু তা-ই নয়, বন্যার্তদের মধ্যে লক্ষ্যণীয় হয়ে ওঠে পরিশুদ্ধ পাণীয়জল, খাদ্যের অভাবও। এহেন ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন স্থান থেকে মানুষ এগিয়ে এসেছেন বন্যার্তদের পাশে থাকার জন্য। রাজ্য সরকার এই বন্যার জন্য ডিভিসির দিকে আঙুল তুললেও, কেন্দ্র জানায় যে রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছিল! এহেন ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্যের বন্যা পরিস্থিতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)  বেশ ক’য়েকবার চিঠিও দেন বলে উল্লেখ। অন্যদিকে, DVC (দামোদর ভ্যালি কর্পোরেশন) নতুন করে জল না ছাড়লেও এখনও হুগলির খানাকুলের অবস্থা শোচনীয় বলেই উল্লেখ। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বেশ কিছু এলাকা জলযন্ত্রণায়! এছাড়াও হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরে বন্যার্তদের আর্তনাদ। জলের তলায় ঘরবাড়ি। গবাদিপশু। গৃহহীন মানুষ! একাধিক জায়গায় কাঁচাবাড়ি ভেঙে যায় বলে উল্লেখ। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadyay)  এদিন বন্যা পরিদর্শনে যান। অভিজিৎ বাবু দেড়িয়াচক হাইস্কুলে আশ্রিতদের সঙ্গে কথা বলেন। ঘরবাড়ি ছেড়ে আসা মানুষরা তাঁদের আর্তনাদ উগরে দেন, তাঁদের সাংসদের কাছে।

ছবি : আন্তর্জালিক 

আরও খবর : SSC Job seekers agitation : উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের এসএসএসি অফিস অভিযান

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment