Sasraya News

Friday, March 14, 2025

Eye Problem : চোখের সমস্যা এত বাড়ছে কেন? 

Listen

চোখের সমস্যা এত বাড়ছে কেন? 

সাশ্রয় নিউজ : অনেকেই চোখে কম দেখেন। চোখ জ্বালা করে। একটা বয়সের পরে এই সমস্যা আরও বৃদ্ধি পায়। চিকিৎসারা জানাচ্ছেন, সাম্প্রতিক সময়ে বরং সববয়সের মানুষের ভেতর এই সমস্যা দেখা যাচ্ছে। এখন মিডল এজ বা টিন এজার শুধু না। চোখের সমস্যায় ভুগছেন অনেকেই। এর কারণ হিসেবে চিকিৎসকরা জানাচ্ছেন, সাম্প্রতিক সময়ে স্মার্ট ফোন ও কম্পিউটারে বেশি সময় ব্যয় করেন মানুষ। অত্যাধিক পরিমাণে ফোন, ল্যাপটপ, কম্পিউটার রে চোখের ক্ষতি করছে। অনেক রোগী আসেন ড্রাই আই সমস্যা নিয়ে। অনেক দৃষ্টিশক্তি কম। তবে অনেকেই অপুষ্টির কারণেও চোখের সমস্যা তৈরি হয়। মেয়েদের ক্ষেত্রে তাঁদের কিছু নিয়মিত শারীরিক সমস্যা, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন-এ ডেফিসিয়েন্সি দেখা গিয়েছে। এক্ষেত্রে খাদ্যাভ্যাসে পরিবর্তন দরকার। দরকার লাইফস্টাইল পরিবর্তন করা। তবে, চোখের সমস্যা দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত দরকার। ফেলে রাখলে সমস্যা বাড়বে বৈ কমবে না।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment