



২৫ সন্তানের মা হতে চান মডেল
সাশ্রয় নিউজ : নর্থ ক্যারোলাইনার বাসিন্দা এমি কাপস নামে একজন মডেল ২৫ টি সন্তানের মা হতে চান। তিনি দাবি করেন, একজন নয় একাধিক পুরুষকে সন্তান সুখ দিতে আগ্রহী। আবার তাঁর একজন সন্তানের মা হওয়ায় না পসন্দ। অন্তত ২৫ টি সন্তানের মা হতে চান এমি। সংবাদমাধ্যমে প্রকাশ, এমিকে একাধিক পুরুষ বিয়ের প্রপোজাল দিলেও কোনওটিতেই সম্মতি দেননি। স্পষ্ট বলে দিয়েছেন বক্তব্য। ২৫ টি সন্তান প্রসঙ্গে ওই মডেল বলেছেন, তিনি সর্বাংশে সুন্দরী। সুতরাং তাঁর গর্ভের সন্তানও সুন্দর হবে। পৃথিবীতে সুন্দর মানুষের সংখ্যা কমে গিয়েছে, আমার হবু সন্তানরা আমার জিন পাবে। সন্তানরাও সুন্দর হবে। মানবজগতের মঙ্গল হবে।
সোশ্যাল মিডিয়ায় এমি কাপস নিজেই জানান, প্রথমে তিনি একটি স্কুলে শিক্ষকতার চাকরি করতেন। চাকরি করতে করতেই মডেলিংও করে গিয়েছেন সমানভাবে। সেই সময় এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হন। এতে বিতর্ক ছড়িয়ে পড়ে। শিক্ষতা ছেড়ে মডেলিংকেই জীবিকা হিসেবে বেছে নেন। এই ঘটনার পরেও এমি কাপস সোশ্যাল মিডিয়ায় জানান, এরপরও একাধিকবার মা হতে চান।
