Sasraya News

Sunday, March 16, 2025

Elon Mask & Jo Biden death threat : খুনের হুমকি ইলন মাস্ক ও জো বাইডেনকে

Listen

সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : ইলন মাস্ককে  খুনের হুমকি এক যুবকের (Elon Mask death threat) একই সঙ্গে সেই যুবক আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকেও খুনের হুমকি (Jo Biden death threat) দিয়ে এক্স (পূর্বতন ট্যুইটার) হ্যাণ্ডেলে পোস্ট করেন। ওই যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর যে, জাস্টিন ম্যাককলে নামে ৩১ বছরের ওই যুবক সমাজমাধ্যম এক্স-এ দু’টি পোস্ট করেন। প্রথম পোস্টে জাস্টিন লেখেন, “আমি টেক্সাসে যাব, সেখানে একসঙ্গে একাধিক ফ্রন্টে যুদ্ধ শুরু হয়েছে। ওপর পোস্টে মাস্ক ও বাইডেনের উদ্দেশ্যে লেখেন, ” আমি আপনাদের সবাইকে খুন করার পরিকল্পনা করছি।” জাস্টিন নামে ওই যুবক ইলন মাস্ক-এর টেসলাতে কর্মরত বলেই জানা যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। আরও জানা যায় যে, জাস্টিনের স্ত্রী রজার্স পুলিশকে ফোন করে জানান, তাঁর স্বামী টেক্সাসে চলে যাচ্ছেন। ঘোষণা করে। তিনি আর ফিরে আসবেন না। আদালত সূত্র মারফৎ খবর, জাস্টিনের স্ত্রী এ-ও জানান, যাতে তাঁর (জাস্টিনের) ওপর নজরদারি না চালানো যায়, এজন্য বাড়িতে মোবাইল ফোনও তিনি রেখে যান।

জাস্টিনের স্ত্রী রজার্স-এর ফোন পেয়েই পুলিশ জাস্টনকে ধরতে চেষ্টা করেন। এবং সফলও হন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকির অভিযোগ নিয়ে এসে মামলা দায়ের হয়েছে। ধনকুবের ইলন মাস্ক ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর মিনেসোটার বাসিন্দা জাস্টিনের রাগের কারণ, তা তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তদন্তকারীরা। -ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment