



ফের ভূমিকম্প তুরস্ক সীমান্তে
সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : ফের ভূমিকম্প তুরস্ক সীমান্তে। পরপর দুইবার ভূমিকম্প হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৪ ও ৫.৮। তুরস্ক সেনাবাহিনীর তরফে জানানো হয়, বিপজ্জনক বাড়িগুলিতে প্রবেশ করতে নিষেধ করা হয়। সোমবার তুরস্কের স্থানীয় সময় ৮:০৪ টায় প্রথম ভূমিকম্পটি আঘাত করে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন।
উল্লেখ্য যে, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের ভূমিকম্পে অন্তত ৪৬ হাজার মানুষ প্রাণ হারান। পুনরায় সোমবারের ভূমিকম্প সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করে।
