



টোঙ্গায় ভয়াবহ ভূমিকম্প
সাশ্রয় নিউজ ★ নুকুয়ালোফা : টোঙ্গায় ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। বৃহস্পতিবার ভোরবেলা নাগাদ কম্পন টের পাওয়া যায়। কম্পনের মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্পের উৎস স্থল মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার মতে, টোঙ্গা আগ্নেয়গিরি দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে ১০০ কিমি দূরে এবং ভূ-গর্ভ থেকে ২১০ কিমি গভীরে। মাত্র ১ লক্ষ জনসংখ্যার দেশ টোঙ্গা। পর্যটন শিল্পের জন্যও দেশটি জনপ্রিয়। তবে গত বৃহস্পতিবারের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
