



পুজোর খাওয়া-দাওয়া
সাশ্রয় নিউজ : পুজোর এ ক’ দিন খাবার দাবার অন্যরকম হবেই। এই সময় খাবার খাওয়ায় মনকে বাগে রাখতে পারেন না বাঙালি।
বাঙালির প্রিয় লুচি আলুর দম মাস্ট। সঙ্গে রসগোল্লা। দই, বোদে। ইতিমধ্যে মিষ্টির দোকানগুলির পোয়া বারো। আরে, তাঁরা যে কাস্টমারদের ভিড় সামলে উঠতে পারছেন না।
ঠাকুর দেখতে বেরিয়ে ফুচকা ওয়ালাদের দিকে চাইলেই দেখা যাচ্ছে, গদদঘর্ম অবস্থা। মণ্ডপে মণ্ডপে লাইন। দেখা যায়, বাহারি ফুচকার দোকানগুলিতে লাইন! আরে মশাই, ঘর থেকে বেরিয়ে বাঙালির রসনা ফুচকা-মুখ না হলে সম্পূর্ণ হয় না ভুললে হবে!
