Sasraya News

Friday, March 14, 2025

Durga puja Dress Distribution : একদল তরতাজা তরুণ তরুণীর সুচিন্তা : দুঃস্থ পরিবারের বাচ্চাদের পুজোর পোশাক তুলে দিল অনুপ্রাণ

Listen

একদল তরতাজা তরুণ তরুণীর সুচিন্তা : দুঃস্থ পরিবারের বাচ্চাদের পুজোর পোশাক তুলে দিল অনুপ্রাণ 

সাশ্রয় নিউজ : অনুপ্রাণ ফাউণ্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। একদল তরুণ ও কিশোর কিশোরীরা এই স্বেচ্ছাসেবী সংস্থাটি চালান। তাঁদের কথায়, মানুষের চোখে মুখে আনন্দই আমাদের প্রাণের আনন্দ। আসলে তাঁরা সমাজের কাজ কর‍তে চান। মানুষের কাজ করতে চান। মানুষের পাশে থেকে তাঁদেরই একজন হয়ে উঠতে চান এই তরতাজা প্রাণগুলি।

আজ মহালয়া। মাতৃপক্ষের শুরু। এই পুজোর সময় কেউ নতুন পোশাক পরবে, কেউ পরবে না, এটা হয় না। অণুপ্রাণ-এর এক সদস্য বললেন, আমাদের আমরা সকলের পাশে থাকতে চাই।

এই স্বেচ্ছাসেবী সংস্থাটি প্রায় ৪৫ জন শিশুদের নতুন পোশাক তুলে দিল মহালয়ার সকালে। অনুপ্রাণ-এর অন্যতম সর্বক্ষণিক কর্মী সৌমিক দাস জানালেন, আগামীতে আমরা আরও নানান সামাজিক কর্মসূচি করবো। এই সংস্থার অন্যতম কর্ণধার প্রণব কুণ্ডু সাশ্রয় নিউজকে বললেন, এবার পুজোতে বাচ্চারের নতুন পোশাক দিতে পেরে আমরা ভীষণই আনন্দিত। আমাদের ভালো লাগছে, বাচ্চারাও নতুন পোশাক পেয়ে খুব খুশি। যাঁরা আমাদের পাশে থেকেছেন তাঁদের অশেষ ধন্যবাদ। এই পুজোর মধ্যেই আমরা আবার আরেকটি কর্মসূচি করব। আমাদের পাশে মানসিক ও আর্থিকভাবে সকলে থাকলে ভালো লাগবে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment