সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট দলীপ ট্রফি (Duleep Trophy) নিয়ে চলছিল প্রবল ক্ষোভ ও বিতর্ক। এত বড় একটি প্রতিযোগিতা হয়েও চলতি মৌসুমে সরাসরি সম্প্রচারের কোনও ব্যবস্থা ছিল না। ফলে দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন। তাঁদের মতে, প্রযুক্তির এত উন্নতির যুগে যখন গলির টুর্নামেন্টও লাইভ সম্প্রচার হয়, তখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা দর্শকদের চোখের আড়ালে কেন থাকবে? এই বিতর্ক আরও তীব্র হওয়ার পর অবশেষে নতিস্বীকার করতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI)।
বোর্ডের সচিব ঘোষণা করেছেন, এ বছর দলীপ ট্রফির ফাইনাল সরাসরি সম্প্রচার করা হবে। শুধু তাই নয়, বোর্ড ইতিমধ্যেই সম্প্রচারকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে যাতে ঘরোয়া ক্রিকেট অন্তত ১০০ দিন ধরে দর্শকদের সামনে আনা যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ঘরোয়া ক্রিকেটকে বিসিসিআই সর্বাধিক গুরুত্ব দেয়। জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে খেলতে উৎসাহ দেওয়া হয় কারণ এখান থেকেই ভবিষ্যতের তারকারা উঠে আসবেন।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে দলীপ ট্রফির প্লে-অফ শুরু হয়েছে। প্রথম দিনই মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল বনাম উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল। জাতীয় দলের তারকা খেলোয়াড় মহম্মদ শামি (Mohammed Shami) ও অর্শদীপ সিং (Arshdeep Singh) -এর মতো ক্রিকেটাররা মাঠে নেমেছেন। অথচ কোনও লাইভ সম্প্রচার ছিল না। হতাশ ক্রিকেটভক্তরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। এক ক্ষুব্ধ সমর্থক লিখেছিলেন, “আমাদের এলাকায় স্থানীয় ফুটবল টুর্নামেন্ট এইচডি কোয়ালিটিতে দেখানো হয়। অথচ দেশের সেরা ক্রিকেট প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা শুধু স্কোরকার্ড দেখতে বাধ্য হচ্ছি। এটা খেলোয়াড়দের অবমূল্যায়ন এবং দর্শকদের প্রতি অবিচার।” আরেকজন মন্তব্য করেন, “আজকাল তো টেনিস বলের টুর্নামেন্টও সম্প্রচারিত হয়। কিন্তু দলীপ ট্রফির মতো মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা চোখের আড়ালে পড়ে থাকছে।” ভক্তদের এই প্রবল চাপের মুখেই বোর্ড নড়েচড়ে বসে। সাইকিয়া জানিয়ে দেন, শুধু দলীপ ট্রফির ফাইনালই নয়, ভবিষ্যতে ঘরোয়া ক্রিকেটের আরও একাধিক প্রতিযোগিতা নিয়মিত সম্প্রচারের আওতায় আসবে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে ক্রিকেটমহলে। বিশেষজ্ঞদের মতে, দেশের ঘরোয়া ক্রিকেট যত বেশি দর্শকের সামনে আসবে, ততই তরুণ ক্রিকেটাররা অনুপ্রাণিত হবেন এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি হবে।
উল্লেখ্য, এ বছর দলীপ ট্রফির ফাইনাল শুরু হবে ১১ সেপ্টেম্বর থেকে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে জনপ্রিয় ক্রীড়া চ্যানেলে। ক্রিকেটমহলের একাংশের মতে, এই সিদ্ধান্ত অনেক দেরিতে এলেও ভবিষ্যতের জন্য তা বড় ইতিবাচক পদক্ষেপ। ক্রিকেটপ্রেমীরা দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটের সম্প্রচার বাড়ানোর দাবি জানাচ্ছিলেন, এবার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। অতএব, বোর্ডের এই সিদ্ধান্ত শুধু ভক্তদের ক্ষোভ প্রশমিত করল না, বরং ঘরোয়া ক্রিকেটের মর্যাদা ও জনপ্রিয়তা বৃদ্ধিরও পথ প্রশস্ত করল। ঘরোয়া ক্রিকেটই জাতীয় দলে নতুন রক্ত সরবরাহ করে, আর সম্প্রচারের মাধ্যমে সেই প্রক্রিয়াকে আরও দৃশ্যমান করাই হবে এই উদ্যোগের মূল সাফল্য।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Rohit Sharma fitness test | রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, বিসিসিআইয়ের ডাক বেঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষার জন্য




