Sasraya News

Wednesday, March 19, 2025

Donald Trump : প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার

Listen

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার

সাশ্রয় নিউজ ★ ওয়াশিংটন : আত্মসমর্পণের কথা ঘোষণা করলেও, তার আগেই প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করে সে-দেশের পুলিশ। গ্রেফতার পর তাঁকে আদালতে তোলা হয়। তাঁকে এক পর্ন তারকাওকে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। স্টর্মি ড্যানিয়েল নামে ওই পর্ন-স্টারের দাবি, ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের থাকাকালীন তাঁর আইনজীবী ১লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেন।

উল্লেখ্য, স্টার্মি ড্যানিয়েল তাঁর একটি বইয়ে ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে সম্পর্কের কথা জানান। তিনি দাবি করেন, একাধিকবার তাঁদের যৌন সম্পর্কও হয়। তাঁদের সম্পর্কের কথা যাতে প্রকাশ্যে না আসে তার জন্য ট্রাম্প-এর আইনজীবী ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ঘুষ দেন। উল্লেখ্য, ওয়ালস্ট্রিট জার্নাল ২০১৮ সালে ঘুষকাণ্ডের খবর প্রকাশ করে।

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করার পরেই সে দেশের পুলিশ তাঁকে আদালতে তোলেন। তাঁর বিরুদ্ধে কোর্টে, স্টার্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়া সহ মোট ৩৪ টি অভিযোগ তোলে পুলিশ। কিন্তু ট্রাম্প প্রতিটি অভিযোগ অস্বীকার করেন।

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর গ্রেফতারি নিয়ে মুখ খুলতে চায়নি হোয়াইট হাউস। হোয়াইট হাউস সূত্রে খবর, যেহেতু বিচারাধীন একটি বিষয়, তাই এখনই মন্তব্য করা হবে না। এবং হোয়াইট হাউস সূত্রে এও জানানো হয়, ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন এ-বিষয়টি নিয়ে একেবারেই চিন্তিত নন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment