Sasraya News

Sunday, March 16, 2025

Dilip Kumar Chattopadhyay : নটসূর্য দিলীপ কুমার চট্টোপাধ্যায় প্রসঙ্গে

Listen

কুণাল কান্তি দে : কথক ঠাকুর যে স্বয়ং নটসূর্য দিলীপ চট্টোপাধ্যায় (Dilip Kumar Chattopadhyay) যাত্রা জগতের কিংবদন্তি নায়ক অভিনেতা। জীবন্ত ঘোড়ায় চেপে যাত্রা র মঞ্চে প্রবেশ করে দর্শকদের তাক লাগিয়েছেন। খুলেই বলি ঘটনাটি, বর্ধমানের মফস্বলে যাত্রা মঞ্চস্থ হবে। বিশেষ কারনে নায়িকা অভিনয় করতে পারবেন না। গুরুতর অসুস্থ। নট সূর্যের অনুরোধ মতো শহরে অপেশাদার যাত্রা দলের জনপ্রিয় অভিনেত্রী কে আনা হল। 

মহড়া শুরুর আগে বুজিয়ে বিষয় বস্তু বলে দিলেন ভাবনা কাজীর ভুমিকায় খ্যাতিমান অভিনেতা।  নায়িকার বিপরীতে শুরু করলেন বীভৎস অভিনয়,  চোখে মুখে হিংস্রতার চেহারা। গর্জন করে সংলাপ আওড়াতে দেখে জ্ঞান হারিয়ে ফেললেন অভিনেত্রী।  যাত্রার মহরাতে যদি এই অবস্থা, তাহোলে পোশাক পড়ে হাজার হাজার দর্শকদের সামনে অঘটন ঘটতে কতক্ষণ? চোখের ভাষায় সেদিন জ্ঞান হারিয়ে ফেলার ঘটনার বিবরণ শুনতে শুনতে হতবাক হয়ে গিয়েছে। গত শতাব্দীর সাতের দশকের স্মৃতি চারণ আজ মনকে দোলা দেয়, চোখের ভাষার কত শক্তি ধরে। ঈশ্বর আশীর্বাদ ধন্য যাত্ৰা শিল্পীর প্ৰতি রইল আমার প্রণতি।

-প্রতীকী ছবি 

আরও খবর : Sasraya News Sunday’s Literature Special | 8th September 2024, Issue 32 || সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৪ | সংখ্যা : ৩২

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment