



কটাক্ষ দিলীপের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র দিকে কটাক্ষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ-এর। দিলীপ বলেন, ‘বাবুল সুপ্রিয় এখন রোজ গো ব্যাক আর কালো ঝান্ডা দেখছেন। মানুষের কী দুর্গতি হয়, রাজপথ থেকে নর্দমায় পৌঁছে গেছেন! তৃণমূলের মন্ত্রী হয়ে তৃণমূলের কাছেই গো ব্যাক স্লোগান শুনছেন’ বিজেপি নেতার মন্তব্যে সরগরম রাজ্য-রাজনীতি।
-ফাইল চিত্র
