



সক্রিয় রাজনীতিতে আবার ডেভিড ক্যামেরন
সাশ্রয় নিউজ ★ ব্রিটেন : আবার সক্রিয় রাজনীতিতে রাজনীতিবিদ ডেভিড ক্যামেরন (Devid Cameron) যুক্ত রাজ্যের পররাষ্ট্র মন্ত্রী হতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী(Former BRITISH PRIMEMINISTER Devid Cameron) দীর্ঘদিন ক্যামেরন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। ২০১৬ সালে ব্রিক্সিট গণ ভোটে ক্যামেরন হেরে গিয়েছিলেন। সেই সময় প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মন্ত্রীসভায় বড় বদল আনেন ঋষি সুনক (British PM Rishi Sunak) সরকার। সরিয়ে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে। নতুন স্বরাষ্ট্র মন্ত্রী হচ্ছেন জেমস ক্লেভারলি (Jems Cleverly) তিনি পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। আর প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে মন্ত্রী সভার নতুন অংশ হিসেবে ঠাঁই দিচ্ছেন ঋষি সুনক সরকার। তাঁকে পররাষ্ট্র মন্ত্রী করে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে বলে সূত্রের খবর।
ছবি : সংগৃহীত
