



মার্শ-ওয়ার্নারের ঝোড়ো ইনিংস, অজিদের স্কোর ৩৬৭/৯
সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : সাধারণ দর্শকদের হয়ত ভাবনার বাইরে ছিল, অস্ট্রেলিয়ার এই দলটি আবার খেলায় ফিরবে। ডেভিড ওয়ার্নার ও মার্শ অজিদের এই ওপেনার জুটি যেভাবে নাকানিচোবানি খাওয়াল বাবরের বোলারদের! ওঁদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, আজকে অজিদের এই দলটি ৪০০ রান পেরিয়ে যাবে। ডেভিড ওয়ার্নার ১৪ টি চার ও ৯ টি ৬ মেরে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন। সেই মুহূর্তে বাবরের দলের মনোবল ভাঙার জন্য ওয়ার্নার ও মার্শের ব্যাটিং টেকনিকই যথেষ্ট ছিল। মার্শ ১০৮ বলে ব্যক্তিগত ১২২ রানে আউট হন। ক্রিজে তখনও ওয়ার্নার। তিনি রউফের বলে ক্যাচ দেন। ফেরন ১২৪ বলে ১৬৩ রানের সাধারণ ইনিংস খেলে। কিন্তু ব্যাটে অস্ট্রেলিয়ার মিডল অর্ডাররা কোনওভাবেই এদিন ব্যাটে দাগ রাখতে পারল না। ব্যতিক্রম মার্শ ও ওয়ার্নার। শাহিন আফ্রিদির ৫ উইকেট পেয়েছেন। রউফ পান ৩ উইকেট। ১ উইকেট মীর। অজিদের স্টইনিস ২৪ বলে ২১, ও জস ইংলিশ ৯ বলে ১৩ রান করেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মত, অস্ট্রেলিয়ার ওপেনারদের বাদ দিয়ে বাকীদের দিশেহারা মনে হয়েছে।
