



অশালীন আচরণ রোনাণ্ডোর, শাস্তির কোপ পড়বে ফুটবলারের ওপর?
সাশ্রয় নিউজ ★ ইউএই : মাঠ জুড়ে মেসি মেসি উচ্ছ্বাস দর্শকদের ভেতর। অথচ মাঠে ক্রিশ্চিয়ানো রোনাণ্ডো। মঙ্গলবার আল নাসের ও আল হিলাল ম্যাচ ছিল। ওই ম্যাচেই দর্শকদের ভেতর মেসি মেসি উউন্মাদনা চরমে পৌঁছায়।

মেজাজ হারান একদা রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ও জুভেন্টাস-এর খেলোয়াড়। বর্তমানে তিনি সৌদির একটি ক্লাবের হয়ে খেলেন। মঙ্গলবার রোনাণ্ডোর দল আল নাসের ০-২ গোলে পরাজিত হয় আল হিলালের সঙ্গে ম্যাচে। উল্লেখ্য যে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-এর সঙ্গে চুক্তি শেষ করে রোনাণ্ডো এবছরই আল নাসের ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন। মেসির নাম শুনে আগেও মেজাজ হারান এই তারকা ফুটবলার। কিন্তু মঙ্গলবার ম্যাচ হেরে গিয়ে ক্ষুব্ধ রোনাণ্ডো দর্শকদের উদ্দেশ্য করে পুরুষাঙ্গ দেখিয়ে ফেলেন। তারপরেই চর্চা শুরু হয়, ফুটবল বিশ্বে। ফুটবল ওয়াকিবহাল মহলের একটি বড় অংশের দাবি, এই অশালীন আচরণের জন্য শাস্তির মুখে পড়তে হতে পারে আল নাসেরের এই ফুটবলারকে। শুধু রোনাল্ডোই নন, এর আগে বিশ্বকাপ জয়ের পরব একই ভঙ্গি করে বিতর্ক তৈরি করেন, এমিলিয়ানো মার্তিনেস। তবে সমালোচকদের মত, পর্তুগিজ তারকা রোনাণ্ডোর অশালীনতা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বলে উল্লেখ।
