



চেন্নাইয়ের এই ক্রিকেটার সব থেকে বেশি রান দিয়ে বেশি উইকেটও পান আইপিএল-এ
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত আইপিএল নানান ঘটনা বহুল হয়ে থাকল। তেমনি অজস্র নাটকীয় মুহূর্তও তৈরি হয় এই আইপিএল-এ। আইপিএল ২০২৩-তে সিএসকের তুষার দেশপাণ্ডে সকলের নজর কেড়েছেন। আইপিএল সমীক্ষায় দেখা যায়, সিএসকে-এর এই ক্রিকেটার সব থেকে বেশি রান দিয়েছেন। আবার তেমনি উল্টোটাও ঘটেছে, তুষারের ঝুলিতেই সব থেকে বেশি উইকেট রয়েছে এই আইপিএল-এ। গত আইপিএল ২০২২ তে তুষার ৫৫১ রান দিয়েছিলেন। এই আইপিএল-এ সিএসকের হয়ে খেলে নিজের রেকর্ডটাই ভেঙে দিয়েছেন তুষার। মোট ৫৬৪ রান দিয়েছেন ১৬ টি ম্যাচে। তেমনি ২১ টি উইকেট নিয়েছ্বন ১৬ ম্যাচে।
