Sasraya News

Thursday, February 13, 2025

Centre on Bangladesh Flood : দুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণে বন্যা হয়নি বাংলাদেশে : বিদেশ মন্ত্রক

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ভারী বৃষ্টিতে বাংলাদেশে বন্যা পরিস্থিতি। ওই বন্যা পরিস্থিতি নিয়ে দেশটি ভারতকে দোষারোপ করে। ভার‍তের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, ত্রিপুরার গোমতীর দুম্বুর বাঁধের জল থেকে বাংলাদেশে বন্যা হয়নি। একটি বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানায়, “বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে ত্রিপুরার গোমতী নদীতে দুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণে বন্যা হয়েছে। এটা সঠিক তথ্য নয়। ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদীর পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হয়েছে। মূলত বাঁধের নীচে দিকে জলের প্রবাহের কারণেই বাংলাদেশে এই বন্যা হয়েছে।” একই সঙ্গে ওই বিবৃতিতে উল্লেখ, দুম্বুর বাঁধ ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে। এবং এই বাঁধ থেকেই বিদ্যুৎ উৎপন্ন হয়। আরও জানানো হয় যে, গত ২১ আগস্ট থেকে ত্রিপুরা ও ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি। এর ফলে বৃদ্ধি পায় নদীর জলস্তর। তা ২১ তারিখই বেলা ৩ টে নাগাদ জানানো হয় বাংলাদেশ সরকাকে। ওই দিনই সন্ধে ৬ টা নাগাদ বন্যার জন্য বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ। তথাপি, ভিন্ন পথে জলস্তর বৃদ্ধি ও বন্যা সংক্রান্ত তথ্য বাংলাদেশকে জানায় ভারত সরকার। 

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Nepal Bus Accident : নেপালে বাস দুর্ঘটনা, ৪০ জনের প্রাণহানির আশঙ্কা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment