Sasraya News

Friday, March 28, 2025

Burdwan : ষাট কেজি গাঁজা উদ্ধার

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ বর্ধমান : গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা উদ্ধার করল পুলিশ। বর্ধমান (Burdwan) থানার পুলিশ আড়ালে সেই মতো অপেক্ষা করেছিল। পুলিশ সূত্রে খবর, বর্ধমান আরামবাগ রোড সংলগ্ন কৃষক সেতুর কাছে গাঁজা ভর্তি ব্যাগের হাতবদল হওয়ার কথা ছিল। সেই মতো পাচারকারীদের জন্য অপেক্ষা করেছিল পুলিশ। এবং সাফল্যও পায়। পুলিশ সুপার আমন দীপের কথায়, ‘ধৃত দু’জনের কাছ থেকে ব্যাগ ও সুটকেস মিলিয়ে চারটি ব্যাগ থেকে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ওড়িশা থেকে গাঁজা নিয়ে আসছিল ধৃতরা। ধৃতদের মধ্যে এক জনের নাম ধীরেন্দ্র সাউ। বাড়ি বীরভূমের বোলপুরে। অন্যজনের নাম বাপী সাউ। তাঁর বাড়ি বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠে। শুক্রবার ধৃত দুজনকে আদালতে তোলা হবে।’

ছবি : সংগৃহীত 

আরও খবর : Malda : রাজ্য সরকারের অনুদান ফেরাল মালদার নাট্যদল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment