



আজ রাজা তৃতীয় চার্লসসের অভিষেক
সাশ্রয় নিউজ ★ বার্মিংহাম : আজ রাজা তৃতীয় চার্লস রাজা হিসেবে সিংহাসনে অভিষেক করবেন। চার্লসের অভিষেক উপলক্ষ্যে ব্রিটেন জুড়ে উৎসবের মেজাজ। রাণী এলিজাবেথের প্রয়াণের পরে উত্তরাধিকার সূত্রেই রাজা হন এলিজাবেথ-পুত্র তৃতীয় চার্লস। রাজপরিবারের রীতিনীতি অনুযায়ী তাঁর অভিষেক হয়েছিল না বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। আজকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজকীয় অনুষ্ঠান।
-ফাইল চিত্র
