



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : এসএন ব্যানার্জী রোডে বিস্ফোরণ (Blast In Kolkata)। আহত এক ব্যক্তি। শহরে বিস্ফোরণে আতঙ্কিত শহরবাসী। স্থানীয় সূত্রে খবর যে, শনিবার বেলা পৌঁনে দু’টো নাগাদ আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় মানুষজন থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় তালতলা থানার পুলিশ। বিস্ফোরণে এক ব্যক্তির হাতের কব্জি উড়ে যায় বলে উল্লেখ। ওই ব্যক্তি উত্তর চব্বিশ পরগণা জেলার ইছাপুরের বাসিন্দা, নাম বাপী দাস (৫৮) বলে সূত্রের খবর। বর্তমানে তিনি এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর যে, ঘটনার খবর পেয়ে পুলিশের পাশাপাশি বম্ব স্কোয়্যাডের কর্মীরা পৌঁছন। যদিও ঘটনা স্থল থেকে কিছু মেলেনি বলেই প্রাথমিক খবর। ঘটনাস্থল ঘিরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 8th September 2024, Issue 32 || সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৪ | সংখ্যা : ৩২
