Sasraya News

Sunday, March 16, 2025

BJP : বিজেপি মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণ কর্মসূচী

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বিজেপির (BJP)  থানা শুদ্ধিকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা পথে নামেন। পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁরা এগিয়ে যান বিজেপি কর্মীরা। তাঁদের কারও কারও হাতে ছিল ঝাঁটা। পুলিশ বিজেপি মহিলা মোর্চার (BJP Mahila Morcha) কর্মীদের বাধা দিতে আসলে ঝাঁটা দিয়ে তাঁরা রাস্তা পরিষ্কার করতে শুরু করেন বলে উল্লেখ। অভিযানের নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁকেও ঝাঁটা হাতে দেখা যায় বলে সূত্রের খবর। আরেকদিকে, বেহালা থানার সামনেও বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। সূত্রের খবর, গোবর জল ও গঙ্গাজল দিয়ে তাঁরা রাস্তা পরিষ্কার করেন বলে খবর। এদিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “আপনার বাড়িতে মেয়ে-বোন নেই? বাড়িতে মা আছে? মেয়ে আছে? লজ্জা করা উচিত আপনাদের। আমাদের জন্য এই পোশাক পরেছেন। আমাদের টাকায় আপনাদের মাইনে হয়।” অগ্নিমিত্রা আরও বলেন, “আমরা শুদ্ধিকরণ করতে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশমন্ত্রিত্বে এই যে পুলিশগুলো আছে , আর এই যে পুলিশ অফিসার…যারা ১৪ ঘণ্টা অভয়ার এফআইআর করেননি, যাঁরা সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছিলেন, যাঁরা পোস্টমর্টেম রিপোর্ট ও সৎকার রিপোর্টের টাইম ম্য়াচ করতে পারেনি, যাঁরা দেহ সংরক্ষণ করতে পারেনি, যাঁরা তাড়াহুড়ো করে ময়নাতদন্ত করে দিয়েছেন, আজ তাঁদের শুদ্ধিকরণ করতে এসেছি। আজ বলছে এখানেই দাঁড়ান…লজ্জা করে না !” উল্লেখ্য শুধু কলকাতা নয়, রাজ্যের প্রায় শতাধিক থানা ঘেরাও করার কর্মসূচি পালন বিজেপির মহিলা মোর্চার!

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Birendra Krishna Bhadra : সেবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নয় বেতারে মহানায়ক উত্তম কুমার ‘দুর্গতিহারিণীম’ পরিবেশন করেন 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment